বিনোদন

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ‘মেট গালা’-য় পা রাখতে চলেছেন শাহরুখ খান?

Shah Rukh Khan to become the first Indian man to perform at Met Gala?

Truth Of Bengal: বিশ্ব ফ্যাশন মঞ্চ ‘মেট গালা’। বলিউডের একাধিক তারকাদের স্বপ্ন থাকে ‘মেট গালা’-র রেড কার্পেটে হাঁটার। প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই শুরু হয়েছিল এই রেড কার্পেট নিয়ে ভারতীয়দের উন্মাদনা। এরপর দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে আলিয়া ভাট নজর কেড়েছেন ‘মেট গালা’-য়। চলতি বছরের ‘মেট গালা’-য় ডেবিউ করতে চলেছেন কিয়ারা আডবাণী। মা হতে চলেছেন কিয়ারা। বেবি বাম্প নিয়েই তিনি হাঁটবেন রেড কার্পেটে। আর এবার শোনা গেল, প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ‘মেট গালা’-র রেড কার্পেটে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে! তবে সবটাই এখনো গুঞ্জন।

তবে কি কারণে এই গুঞ্জন জানেন কি? আসলে সম্প্রতি সব্যসাচী মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, সেই থেকেই শুরু যাবতীয় জল্পনার। সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী জানিয়েছেন, অন্যতম চমকপ্রদ একটি কাজ করতে চলেছেন তিনি। এই সময়ের অন্যতম সেরা একজন অভিনেতা ও অন্যতম সেরা একজন ডিজ়াইনার মেট গালা ২০২৫-এর জন্য হাত মেলাতে চলেছেন। আর সেই পোস্টে লাইক করেছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। সেই থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে এই জল্পনা যদি সত্যি হয় তাহলে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ‘মেট গালা’-য় পা রাখতে চলেছেন কিং খান।

জানা গিয়েছে, ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। আর গুঞ্জন সত্যি করে শাহরুখ খান যদি ‘মেট গালা’-য় হাঁটেন সেটা এক কথায় ইতিহাস তৈরী করবেন।

Related Articles