বিনোদন
Trending

Shah Rukh Khan: সুস্থ আছেন শাহরুখ! হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বাদশাহ

Shah Rukh Khan: Shahrukh is healthy now! Actor discharged from hospital

The Truth Of Bengal: ডিহাইড্রেশন এর কারণে  ২১ তারিখ শাহরুখ খান’কে আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন সূত্র মারফত শোনা গিয়েছে হাসপাতাল থেকে কিছুক্ষণ আগেই ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা। যদিও এখনও পরিবার সূত্রে কোন সঠিক বার্তা দেওয়া হয়নি। তবে এদিন শুধুমাত্র তাঁর ম্যানেজার পূজা দাদলানি জানিয়েছিলেন যে, সুস্থ আছেন কিং খান।

বুধবার সকাল বেলায় তিনি অসুস্থ বোধ করায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেইদিন প্রচণ্ড গরমে প্রথমে শোনা যায় যে, হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কিং খান। যার কারণে ভেঙে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে এখন শোনা যাচ্ছে যে অভিনেতা সুস্থ আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

ডিহাইড্রেশনের কারনেই তাঁর হঠাৎই শরীর খারাপ হয় বলে জানা গেছে।  তবে এদিন শাহরুখ’কে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে দেখা গাছে। একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছে তিনি ছাতার তলায় মুখ ঢাকা দিয়ে গাড়িতে উঠছেন। যদিও সেখানে শাহরুখ’কে স্পষ্ট না দেখা গেলেও দাবি করা হচ্ছে যে, কিং ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। তবে পরিবারের তরফ থেকে এখনও কোনও বার্তা তাঁর অনুরাগীদের কাছে পৌঁছে দেওয়া হয়নি। তবে তাঁর ম্যানেজার এদিন শুধু জানিয়েছিলেন যে, সুস্থ আছেন কিং খান।

Related Articles