বিনোদন

বলিউডের বাদশাহ শাহরুখ খানের ৫৮ তম জন্মদিনে,ফ্যানেদের জন্য রইলো কিছু অজানা তথ্য

Shah Rukh Khan birthday

The Truth of Bengal: ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৮ তম জন্মদিন। রাত থেকেই শুভেচ্ছার বার্তা ভাসছেন কিং খান। ফ্যান থেকে  বলিউডের সতীর্থরা শুভেচ্ছা জানাচ্ছেন এসআরকে-কে। মান্নতের বাইরে রাত থেকেই প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য ফ্যানেদের ভিড় জমে রয়েছে।  সোশ্যাল মিডিয়ায় কিং খানকে জন্মদিনে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দেন। ফ্যানক্লাবগুলির তরফেও বাদাশার জন্মদিনে এলাহি আয়োজন করা হয়। শাহরুখকে নিয়ে জানার আগ্রহ যেন কিছুতেই শেষ হয় না তাঁর অনুরাগামীদের। অভিনেতার জীবনের প্রতি মুহূর্তের আপডেট পেলেই যেন ভালো হয় তাঁদের।

বিশেষ দিনে প্রিয় তারকার একাধিক ব্যক্তিগত বিষয় নিয়েও এখনও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। ৩ দশকের বেশি সময় ধরে বলিউডে রাজ করছেন শাহরুখ খান। টাইমস ক্যালেন্ডারে প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে যাঁর ছবি প্রকাশিত হয়েছিল তিনি নান আদার দ্যান বলি বাদশা শাহরুখ খান। তিনিই প্রথম এমন একজন অভিনেতা যাঁর ছবি নয়ের দশকে মুক্তির পর ২০২৩- এ ও সিনেমাহলে শো রয়েছে। মুম্বইয়ের মারাঠা সিনেমাহলে এখন রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।

শাহরুখ খানের আসল নাম আদৌ শাহরুখ খান একটা সময় পর্যন্ত ছিল না। ছোট বেলা থেকে তাঁর নাম অন্য ছিল। বলিউডে আসার আগেই নাম পরিবর্তন করেছিলেন শাহরুখ খান। এই তথ্য আপনাদের অবাক করলেও সত্য।তার আসল নাম ‘শাহরুখ খান’ নয়, তার প্রকৃত নাম ‘আব্দুল রশিদ খান’। শাহরুখ খান একমাত্র ভারতীয় যিনি মালয়েশিয়া সরকার বিশ্ব চলচ্চিত্রে তাঁর অতুলনীয় অবদানের জন্য মর্যাদাপূর্ণ ব্র্যান্ড লরিয়েট লিজেন্ডারি অ্যাওয়ার্ডে সম্মানিত করেছেন।

Free Access

Related Articles