বিনোদন

সপরিবারে ‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ, কেন ঠিকানা বদল বাদশার?

Shah Rukh is leaving 'Mannat' with his family, why did the king change his address?

Truth Of Bengal: ‘মন্নত’। এক কথায় বলিউড বাদশার রাজ প্রাসাদ। বছরের পর বছর ধরেই শাহরুখ খানের পাকা ঠিকানা এই রাজমহল। স্ত্রী, ছেলে, মেয়ে সকলকে নিয়েই সুখী গৃহকোণ তাদের। কিং খানের ভক্তদের ভিড় সবসময় লেগেই থাকে ‘মন্নত’ এর বাইরে। এছাড়াও বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ইদ এই ‘মন্নত’ এর ব্যালকনি থেকেই সকলের সামনে আসেন তিনি। সবমিলিয়ে সাধারণ মানুষের মধ্যে যতটা জনপ্রিয়তা কিং খানের ঠিক ততটাই জনপ্রিয় তাঁর রাজমহল ‘মন্নত’। তবে এবার সখের এই রাজ প্রসাদই ছাড়তে চলেছেন কিং খান। সপরিবারে উঠবেন ভাড়া বাড়িতে। তবে কেন সপরিবারে ‘মন্নত’ ছাড়তে চলেছেন শাহরুখ খান?

সূত্রের খবর, ‘মন্নত’-এর মেরামতির জন্যেই সপরিবারে ভাড়া বাড়িতে উঠতে চলেছেন শাহরুখ খান। ৬ তলার মন্নতকে এবার আট তলার বিল্ডিংয়ের রূপ দিতে চাইছেন সুপারস্টার দম্পতি। ইতিমধ্যেই সেই কারণে মুম্বই প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। মুম্বই প্রশাসনও ছাড়পত্র দিয়েছে। ‘মন্নত’ মেরামতির কারণেই তাই মুম্বই খর এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকবেন খান পরিবার।

সেই বিলাসবহুল বাংলো আদতে ভাগনানি পরিবারের সম্পত্তি। জ্যাকি ভাগনানির থেকেই সেই বাংলো আগামী ৩ বছরের জন্য সেই বাংলো লিজ নিয়েছেন শাহরুখ। যার জন্যে প্রতি মাসে শাহরুখকে পালি হিলসের এই বাংলোর জন্য ১১.৫৪ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। এছাড়াও ৩২.৯৭ লক্ষ টাকা আগাম দিতে হয়েছে। সেখানেই আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কিং খান। যার জন্য প্রতি মাসে ১২ লক্ষ টাকা দিতে হবে বলিউড সুপারস্টারকে। এক্ষেত্রেও ৩৬ লক্ষ টাকা ডিপোজিট দিতে হয়েছে শাহরুখকে। সবমিলিয়ে মোটা টাকা খরচ হতে চলেছে তাঁর। তবে তাতে কি সখের রাজ প্রাসাদ ‘মন্নত’কে নতুন রূপে সাজিয়ে তুলতে এখন উঠে পর লেগেছেন তারকা দম্পতি।

Related Articles