খেলাবিনোদন
Trending

সুস্থ আছেন শাহরুখ, তবে আইপিএলের ফাইনাল ম্যাচে মাঠে কী দেখা যাবে তাঁকে?

Shah Rukh is healthy, but what will he see on the field in the final match of IPL?

The Truth Of Bengal: গতকাল অর্থাৎ বুধবার আহমেদাবাদে আইপিএল দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। প্রবল গরমের কারণে হিট স্ট্রোক হয়েছিল তাঁর। ওই সময় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় তড়িঘড়ি তাঁকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন স্ত্রী গৌরী খান।

এখন কেমন আছেন কিং খান? জানা যাচ্ছে গতকাল রাত থেকে শাহরুখের শরীর খুব একটা ভালো ছিল না। তবে আজ যথেষ্ট ভালো রয়েছেন বাদশা। শাহরুখের সহ- অভিনেত্রী তথা কলকাতা নাইট রাইডার্স এর সহ মালিক জুহি চাওলা নিজেও জানিয়েছেন এখন সুস্থ আছেন তিনি। সব ঠিক থাকলে এই রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের ফাইনাল ম্যাচে মাঠে দেখা যাবে তাঁকে।

প্রসঙ্গত, কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ম্যাচ দেখতে তিনি আহমেদাবাদে গিয়েছিলেন। এদিকে গত কয়েকটা দিন বেশ ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন শাহরুখ। তারওপর আবার আহমেদাবাদে প্রচন্ড তাপপ্রবাহ। ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে তাপমাত্রা। ফলে গরমের জন্য অসুস্থ হয়ে পড়েন কিং খান। এছাড়াও বাদশার ডিহাইড্রেশন হয়েছে বলেও শোনা যাচ্ছে। তড়িঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে ভর্তি করান হয়। এদিন প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

Related Articles