বিনোদন

প্রকাশিত হল ‘সারফিরা’-র নতুন গান ‘সারে কি’

Sarfira's new song 'Sare Ki' has been released

The Truth Of Bengal : শনিবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও রাধিকা মদন অভিনীত ‘সারফিরা’ মুভির নতুন গান ‘সারে কি’। ছবির নির্মাতারা গানটি প্রকাশ করার পরই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। গানটি মূলত একটি ভালোবাসার উপর ভিত্তি করে তৈরি। ছবির প্রধান অভিনেতা অক্ষয় কুমার এবং রাধিকা মদনকে মহারাষ্ট্রীয় থিম গানে তাদের অনবদ্য নাচ করতে দেখাতে দেখা যায়।

এই গানটিতে অক্ষয় কুমার ও রাধিকা মদনের অভিনয় এবং নাচে মুগ্ধ হয়েছে দর্শকেরা। গানটি অক্ষয় কুমার নিজেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে তাতে ক্যাপশানে লিখেছেন, “বীর অউর রানি- দো সারফিরা, এক শাদি অউর ঢের সারা পেয়ার। চৌথ- কে সাথ খুসিয়ো কা জস্ন মানাতে হুয়ে দেখো”।  গানটি কম্পোজিশন করেছেন জিভি প্রকাশ কুমার। এছাড়াও শ্রেয়া ঘোষালের প্রাণময় কন্ঠ গানটিকে একটি অন্য পর্যায়ে উন্নিত করেছে।

প্রসঙ্গত, ১২ জুলাই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও রাধিকা মদন অভিনীত সিনেমা ‘সরফিরা’। এই ছবিটি মূলত  ‘সুরারাই পোট্রু’র’ হিন্দি রিমিক্স ছবি। মুভিতে অক্ষয় কুমারকে একেবারেই অন্য এক চরিত্রে দেখানো হয়েছে। এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে তৈরি করা এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা মদন , পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস। এই ছবির প্রযোজনা করেছেন বিক্রম মালহোত্রা,  অ্যাবান্ডেন্টিয়া এন্টারটেইনমেন্ট, অক্ষয়ের কেপ অফ গুড ফিল্মস এবং সুরিয়া ও জ্যোতিকার টুডি এন্টারটেইনমেন্ট।

Related Articles