বিনোদন

টলিপাড়ায় শাড়ি বিতর্ক; কেয়া শেঠের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শতরুপার

Saree controversy in Tolipara; There are hundreds of serious allegations against Kaya Seth

Truth Of Bengal: বাজারে কেয়া শেঠের প্রোডাক্টগুলি বহুল পরিচিত। কসমেটিকস থেকে শুরু করে শাড়ি, গয়না সবকিছুরই শো রুম রয়েছে কেয়া শেঠের। এছাড়াও রয়েছে একাধিক বিউটি পার্লার। কেয়া শেঠ এক্সক্লুসিভে রয়েছে নজরকাড়া শাড়ি। তবে এবার কেয়া শেঠের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। কেয়া শেঠ এক্সক্লুসিভ থেকে কেনা শাড়ি নাকি নকল। এমনই অভিযোগ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মা তথা অভিনেত্রী-পরিচালক শতরূপা সান্যাল। তবে চুপ থাকেননি কেয়া শেঠ। তিনিও পাল্টা জবাব দেন।

সামাজিক মাধ্যমে বাকিদের সতর্ক করে শতরূপা সান্যাল লিখেছেন , “আজকাল যেভাবে মেয়েরা শাড়ি জামা বা পোষাক গয়না ইত্যাদির অনলাইন ব্যবসা করছেন, আমি শুধু তারিফই করিনা, কিনিও। তাদের প্রতি আমি খুবই আন্তরিক। দু একবার যে ঠকিনি, তা নয়। খুব অল্প টাকার ক্ষতি হয়েছে, যা ধর্তব্যের নয়।” তিনি লেখেন ‘কেয়া শেঠ এক্সক্লুসিভ’ থেকে তিনি একটি শাড়ি কিনেছিলেন যা নকল। সিল্ক বোমকাই বলে একটি নকল শাড়ি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রী।

শতরূপা সান্যাল আরও বলেন, ডিসকাউন্টে প্রায় পাঁচহাজার টাকা দাম নেওয়া হয়েছে। “এটার দাম হয়তো ১০০০/- টাকাও হবেনা। সুতরাং, কাস্টমার কেয়ারে তৎক্ষণাৎ জানালাম, এটা নকল, ফেরত  দিতে চাই। তারা মেইলে ও ফোনে জানালো- ফেরৎ হয়না! বদলও হয়না!! পলিসি তাদের এ রকমই। লোক ঠকানোর কী নির্লজ্জ ধান্দা! আমার পুরো টাকাটাই জলে”।

এই অভিযোগের পর চুপ করে থাকেননি ‘কেয়া শেঠস এক্সক্লুসিভ’ এর কর্ণধার কেয়া শেঠ। সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি। কেয়ার পালটা অভিযোগ, সাইটেই শাড়ির বিবরণীতে লেখাই ছিল শাড়িটি ‘আসল নয়’। তাই সঠিকভাবে পর্যবেক্ষণ না করে শাড়ি অর্ডার করা শতরূপা সন্যালেরই ভুল।

তিনি আরও বলেন, শতরূপার বহুবছর আগে তাঁর কাছে  সিনেমার স্ক্রিপ্ট নিয়ে গল্প শোনাতে এবং প্রযোজক হওয়ার জন্য অনুরোধ নিয়ে এসেছিলেন। তাই তাঁর ফোন নম্বর থাকা সত্ত্বেও সরাসরি ফোন না করে সামাজিক মাধ্যমে এভাবে কুৎসা রটানোয় তাঁর ব্র্যান্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হলো।

Related Articles