
The Truth of bengal: বর্তমানে সোশ্যাল দুনিয়ার হটেস্ট সেলিব্রিটি হলেন সচিন কন্য সারা তেন্ডুলকর। সারা এবং তাঁর বয়ফ্রেন্ড ভারতীয় দলের ক্রিকেটার শুভমন গিলের প্রেমের গল্প নেটপাড়ার সবচেয়ে চর্চিত বিষয়। তাই, প্রেম দিবসে নিজের প্রেমিকের জন্য লাল রঙের পোশাক পড়া ছবি সোশ্যাল সাইটে আপলোড করতেই ট্রোল্ড হলেন সারা। কেউ কেউ ভাবি বলেছেন আবার কেউ আজ কা দিন শুভ হুয়া বলে সন্বোধন করেছেন তাঁকে।