বিনোদন

প্রেম করছেন সারা আলি খান, গুঞ্জন বলিপাড়ায়

Sara Ali Khan is in love, Gunjan is in Balipara

Truth of bengal: বলিউড তারকাদের প্রেম বরাবরই টক অফ দ্যা টাউন। আর সেটা যদি সইফ কন্যা হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, ফের প্রেম করছেন সারা আলি খান। বলিপাড়ায় গুঞ্জন তেমনটাই। তবে কার প্রেমে মজলেন সারা? সূত্রের খবর, এবার আর কোনো অভিনেতা নয় বরং বিজেপি নেতার ছেলের প্রেমেই নাকি মশগুল সইফ কন্যা। সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। অর্জুন পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। সূত্রের খবর, অর্জুন ফ্যাশন জগতে বেশ জনপ্রিয়। আর তার নামই এবার জুড়লো সারার সঙ্গে।

কিভাবে শুরু এই প্রেমের গুঞ্জন? চলুন একটু খোলসা করে বলি। নবাব কন্যা বরাবরই ভ্রমণ পিপাসু। ফাঁকা সময় পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। আর নতুন প্রেমের গুঞ্জন এই ঘুরতে গিয়েই। সম্প্রতি কেদারনাথ ঘুরতে গিয়েছিলেন সারা আলি খান। সারাকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। আর সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই এক এক দুই করেছেন নেটিজেনরা। তবে এখনো সবটাই গুঞ্জন নতুন সম্পর্ক নিয়ে স্পিকটি নট সারা।

Related Articles