বিনোদন

মৃত্যু বার্ষিকীর দিনে মায়ের কথা ভীষণ মনে পরছে সঞ্জয় দত্তের! “তোমাকে ভালোবাসি”- সঞ্জয় দত্ত

Truth Of Bengal: ৩রা মে, নার্গিস দত্তের মৃত্যু বার্ষিকীর দিনে মায়ের কথা ভীষণ মনে পরছে অভিনেতা সঞ্জয় দত্তের। নার্গিস ভালতীয় চলচ্চিত্র জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবেই পরিচিত। সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ‘মাদার ইন্ডিয়া’ ছাড়াও ‘আওয়ারা’,’চোরি চোরি’,’বর্ষাত’ এর মতো একাধিক সিনেমায় নিজের কাজের মাধ্যমে বলিউডে নিজের অভিনয়ের যাদুতে সকলকে মুগ্ধ করেছিলেন। সুনীল দত্ত ও নার্গিসের দুই সন্তান সঞ্জয় দত্ত ও প্রিয়া দত্ত, এদিন তাঁর মৃত্যু বার্ষিকীর দিনে নিজের সোশ্যাল মিডিয়া থেকে সঞ্জয় দত্ত মায়ের সঙ্গে ছবি দিয়ে লেখেন,”তোমাকে মিস করছি,মা!”

৩রা মে ইনস্টাগ্রামে সঞ্জু তিনটি ছবি দিয়েছিলেন সেখানে তিনি ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন,”তোমাকে মিস করছি, মা! তুমি এখানে আমাদের সঙ্গে না থাকলেও তোমার উপস্থিতি এখানে সবসময়ই অনুভব করা যায় প্রতিটা মুহূর্তে। আমরা তোমাকে সবসময়ই আমাদের হৃদয় কাছে ও স্মৃতির মধ্যেই তোমাকে আগলে রাখি মা। তোমাকে ভালোবাসি।”

বাবা সুনীল দত্ত ও নার্গিসের সঙ্গে সঞ্জয় দত্ত (ছবিঃ সংগৃহীত)

‘সঞ্জু’ সিনেমা মূলত সঞ্জয় দত্তের বায়োপিক হলেও বহু সিনেমা ক্রিটিকরা মনে করছিলেন যে, ‘সঞ্জু’তে সঞ্জয় দত্তের জীবনের গল্প দেখালেও তাঁর জীবণে বাবার অবদান কিংবা একজন বাবার সঙ্গে ছেলের মনের লড়াই এর পেছনে কতটা ভালোবাসা লুকিয়ে থাকে তাও যত্ন সহকারে দেখিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানি। তবে এদিন নার্গিসের মৃত্যু বার্ষিকীর দিনে ছেলের মাকে নিয়ে এই মন খারাপের পোস্ট দেখে একজন অনুরাগী লেখেন,”আপনার আজকের জীবনধারা দেখে আপনার মা ভীষণ খুশি হবে!”

Related Articles