সংগীতদুনিয়ায় ফের নক্ষত্রপতন, প্রয়াত কলকাতার জনপ্রিয় শিল্পী সন্দীপ ব্যাস
Sandeep Vyas, the late popular artist of Kolkata, is again a star in the music world

The Truth Of Bengal: ফের সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় গায়ক সন্দীপ ব্যাস। তাঁর এই অকালপ্রয়ানে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ। তাঁর কন্ঠ দিয়েই মন জয় করেছেন হাজার হাজার মানুষের। সঙ্গীত শিল্পীর পাশাপাশি একজন জনপ্রিয় ডিজে হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেন কলকাতার ছেলে সন্দীপ।কলকাতার ছেলেও হলেও মুম্বাইতেই বেশিরভাগ সঙ্গীতচর্চা করতেন সন্দীপ।
বলিউডের হিন্দি, পাঞ্জাবি ভাষায় ভাঙ্গরা থেকে ইংরেজি পপ গান সবরকম গান গেয়েই সকলের মন জয় করেন তিনি। ২০০৭ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুম্বইয়ের গোটা ব্রেবোর্ন স্টেডিয়ামে পারফর্ম করে সকলের মন জিতে নিয়েছিলেন সন্দীপ। তিনি তাঁর ভাই সঞ্জীবের সঙ্গে একাধিক গানও কম্পোজ করেছেন বলিউডে। তাঁর মধ্যে অন্যতম সন্দীপের গাওয়া ইমরান খানের ‘কিডন্যাপ’ সিনেমার ‘মিট যায়ে’ গানটি। যা দারুণ জনপ্রিয় হয়েছিল।তবে প্লে-ব্যাকের চেয়ে মঞ্চ-গায়ক হিসাবেই তাঁর জনপ্রিয়তা বেশি ছিল।
দেশের বিভিন্ন শহরে একাধিক দুর্দান্ত পারফরমেন্সের জেরে সকলের মন কেড়ে নিয়েছিলেন সন্দীপ।বড়দিন হোক বা নতুন বছরের সেলিব্রেশন, কলকাতার নামী ক্লাবের পার্টির কেন্দ্রবিন্দু ছিল সন্দীপের পারফরম্যান্স। মাঝেমধ্যেই মেয়ে সামারার সঙ্গেও মঞ্চে লাইভ পারফর্ম করতেন সন্দীপ। তাঁর এই অসাধারণ প্রতিভার জন্য সেরা লাইভ পারফর্মারের পুরস্কারও পান তিনি।বলিউড এক সংবাদমাধ্যম থেকেই সন্দীপের মৃত্যুর কথা জানা যায়। গত বুধবারই না ফেরার দেশে চলে যান সন্দীপ। যদিও ঠিক কি কারণে তাঁর মৃত্যু ঘটেছে এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে । তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। সমাজমধ্যমে শোকপ্রকাশ করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখরা