বিনোদন

রাজ নিদিমরুরের সঙ্গে প্রেম করছেন সামান্থা! জল্পনা আরও বাড়ল অভিনেত্রীর পোস্টে

Samantha is dating Raj Nidimarur! Speculations increase with the actress' post

Truth Of Bengal: সামান্থা রুথ প্রভু। সাউথ ইন্ডাস্ট্রি থেকে বলিউড সামান্থার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাঁর অভিনয় থেকে ব্যক্তিগত জীবন বরাবরই সবটাই থাকে আলোচনার কেন্দ্র বিন্দুতে। বিগত কয়েক বছরে সামান্থার বিয়ে থেকে শুরু করে বিচ্ছেদ সবটাই ছিল সকলের নজরে। তবে এখন নিজের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন সামান্থা।

যদিও প্রেম আবারও উঁকি দিয়েছে জীবনে। অনেকদিন ধরেই গুঞ্জন, বলিউডের খ্যাতনামী পরিচালক রাজ নাদিমরুর সঙ্গে নাকি সর্ম্পকে রয়েছেন সামান্থা। বিগত কিছু সময় ধরে এই গুঞ্জনেই মম করছে গোটা বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি। কিছুদিন আগেই সামান্থা গিয়েছিলেন তিরুপতি বালাজির মন্দিরে পুজো দিতে। আর সঙ্গী ছিলেন তাঁর চর্চিত প্রেমিক রাজ নাদিমরুর। তখন গুঞ্জন বেড়েছিল আরও। তবে আবারও বাড়ল তাঁদের সেই প্রেমের গুঞ্জন।

সম্প্রতি সামান্থা তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। আর সেখান থেকেই ফের বেড়েছে রাজ নিদিমরুরের সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন। সামান্থার করা পোস্টে ধরা পড়েছে, তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’ এর নানা মুহূর্ত। সঙ্গে পরিচালক রাজ নিদিমরুরের সঙ্গে বেশ কয়েকটি ছবি। সেই ছবিগুলো একসঙ্গে পোস্ট করে অভিনেত্রী লেখেন, “পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।”

আর তারপর থেকেই নেটিজেনদের একাংশ মনে করছেন সত্যিই হয়তো রাজ নিদিমরুরের সঙ্গে সম্পর্কে আছেন সামান্থা। তবে অভিনেত্রীর এই পোস্ট যে প্রযোজক হিসাবে তাঁর নতুন যাত্রা শুরু সেটা স্পষ্ট করেছেন। তবে গুঞ্জন তো থাকবেই এখন দেখার কবে সেই গুঞ্জন সত্যি করে নতুন জীবন শুরু করেন অভিনেত্রী।

Related Articles