বিনোদন

‘বাড়িতে ঢুকে হত্যা করা হবে’, ফের সলমান খানকে প্রাণনাশের হুমকি  

Salman Khan receives death threats: 'I will be killed if I enter my house'

Truth Of Bengal:  ফের খুনের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমান খান। মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে অভিনেতাকে উদ্দেশ্য করে একটি হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে খবর। যাতে বলা হয়েছে, সলমন খানের বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হবে।  এছাড়াও, তাঁর গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

এই ঘটনার পর, ওরলি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তারা বর্তমানে হুমকির উৎস এবং সত্যতা তদন্ত করছেন। কে এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা এখন স্পষ্ট নয়।  এই হুমকির বিষয়ে সলমান খান এবং তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই খবরটি পড়ার পর চিন্তায় পড়েছে ভাইজান ভক্তরা।

উল্লেখ্য, এই প্রথম নয় এরআগেও একাধিকবার বলিউড অভিনেতা সলমন খানকে বেশ কয়েকবার হুমকি দিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার। এই ক্রমাগত হুমকি সত্ত্বেও, সলমান খান তার কাজ নিয়ে সক্রিয়। তিনি কখনই তাঁর কাজের সঙ্গে আপস করেননি। তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে আগের চেয়ে। সেই অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। কাজের সঙ্গে কখনই আপস করেনি সলমান খান।  বলা বাহুল্য, কিছুদিন আগেই ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে সলমনের ‘সিকন্দর’ ছবি ৷ বক্সঅফিসে সেই ছবি মোটামুটি ব্যবসা করেছে ৷ এখন পর্যন্ত ২০০ কোটি টাকা আয় করেছে এই সিনেমা।

Related Articles