বিনোদন

বক্স অফিসে ‘সালার’-এর দাপট, ১০ দিনে ৫০০ কোটি !

'Salar' at the box office

The Truth of Bengal: দক্ষিণি তারকা প্রভাসের নতুন ছবি সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার’ গত ২২শে ডিসেম্বর প্যান ইন্ডিয়ায় মুক্তি পেয়েছিল। প্রশান্ত নীল পরিচালিত এই ছবিটি  বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে ৷ বিশ্বব্যাপী আয়ের নিরিখে এই ছবি ইতিমধ্যেই ঢুকে পড়েছে ৫০০ কোটির ক্লাবে।

আনুমাণিক ৪০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি রিলিজ হওয়ার আগেই অগ্রিম আয় করে নিয়েছিল ১২ কোটি টাকা। অন্যদিকে, প্রথম দিনে বিশ্বব্যাপি কালেকশনে এর আয় হয় ১০০ কোটির বেশি। এরপর বড়দিনে শাহরুখের ডাঙ্কির সঙ্গে সমানে টক্কর দিয়ে মাত্র ১০ দিনে এই সিনেমার বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৫৭৮.২৯ কোটি টাকার বেশি।

সপ্তম দিনের রেকর্ড বলছে শুধু ভারতে ‘সালার’ আয় করেছে ৩০০ কোটি টাকা ৷  যার জেরে ‘সালার’-এর বর্তমান আয় দাঁড়িয়েছে ৩০০.৯০ কোটি টাকা ৷ প্রথম দিনে প্রায় দেশে ৯০ কোটি টাকা দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছিল সালার। প্রভাস এবং শ্রুতি হাসানের এই অ্যাকশন এন্টারটেইনার সপ্তমদিনের পর দেশ-বিদেশ মিলিয়ে এখন ৬০০ কোটি ছোঁয়ার দিকে এগিয়ে চলেছে ৷ চলতি বছর প্রশান্ত নীলের পরিচালনায় সালার এবং রাজকুমার হিরানির ডাঙ্কি মাত্র একদিনের তফাতে মুক্তি পেলেও নতুন বছরের শুরুতেই যে ডাঙ্কিকে বেশ খানিকটা পিছনে ফেলে দিল সালার তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles