বিনোদন
Trending

অনন্ত-রাধিকার ‘মঙ্গল উৎসব’-এ সোনালি গাউনে নজর কাড়লেন রুক্মিণী মৈত্র, অনুপস্থিত দেব

Rukmini Maitra dazzles in golden gown at Anant-Radhika's 'Mangal Utsav', absent Dev

The Truth Of Bengal: সম্প্রতি চার হাত এক হয়েছে অনন্ত ও রাধিকার। তাদের রিসেপশনে মুম্বইতে বসেছিল চাঁদের হাট। আম্বানির রিসেপশনে বলিউড থেকে টলিউডের অনেকেই উপস্থিত ছিলেন। তাদের এই অনুষ্ঠানে কেউ কেউ খাঁটি বাঙালিয়ানা পোশাক পড়ে এসেছিলেন আবার কেউ পশ্চিমে পোশাক পড়ে চোখ ধারিয়ে দিয়েছিলেন। ঠিক সেই রকমই অনন্ত রাধিকার রিসেপশনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রুক্মিণী মৈত্র। এদিন তিনি সোনালী রঙের গাউন পড়ে নিঃসন্দেহে আগুন ঝড়িয়েছেন। কিন্তু এইখানে শুধু রুক্মিনে কি দেখে নেটিজেনেরা একটাই প্রশ্ন তুলেছে তাহল , তাদের প্রিয় ‘দেবদা’ কোথায়?

এইদিকে রবিবার ছিল অনন্ত ও রাধিকার ‘মঙ্গল উৎসব’ ছিল। তাদের এই অনুষ্ঠানকে ঘিরে এক ফ্রেমে দেখা গিয়েছে ঠিক যেন এক টুকরো কলকাতাকে। এই অনুষ্ঠানে টলিউডের থেকে উপস্থিত হয়েছিল – যশ-নুসরত, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ তারকারা। তবে অনুষ্ঠানের শেষপাতে নজর কাড়ল রুক্মিণী মৈত্রর উপস্থিতি। তাঁর ‘গোল্ডেন গার্ল’ লুক ইতিমধ্যেই ‘টক অফ দ্য টাউন’।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

এছাড়াও অনন্ত রাধিকার রিসিপশনে যোগ দিতে মুম্বইতে উড়ে গিয়েছিল যশ ও নুসরত। যেখানে যশ ও নুসরাতকে একসাথে দেখা গেলেও একা দেখা গেল রুক্মিণীকে। প্রসঙ্গত,রুক্মিণী যখন মুম্বইতে আম্বানিদের রিসেপশনে যোগ দিতে গিয়েছিলেন তখন দেব কোথায় ব্যস্ত? কৌতূহলের অন্ত নেই। রুক্মিণী যখন মুম্বইতে তখন দেব কলকাতাতেই ছিলেন। দেব কেন ওই অনুষ্ঠানে যায় নি সেই নিয়ে নানান প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে । যদিও এই প্রশ্ন গুলোর উত্তর আপাতত অধরা। তবে রবিবার রাতে তাঁর দলবল নিয়ে ক্রিকেট খেলায় মজেছিলেন অভিনেতা সাংসদ। সেই ছবি নিজেই শেয়ার করেছেন দেব। সেখানেই দেখা গেল, পিচ থেকে ঘামঝরানো লুকে ছবি পোস্ট করেছেন অভিনেতা।

Related Articles