রুক্মিণীর মুকুটে নয়া পালক, আমন্ত্রণ পেলেন এনএসডি’র
Rukmini gets a new feather in her crown, gets an invitation from NSD

Truth of Bengal: নতুন বছরের শুরুটা বেশ ভালোই হয়েছে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার বহু প্রতীক্ষিত ছবি ‘বিনোদিনী’র ট্রেলার ও টিজার। মুক্তির পরই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে রুক্মিণীর অভিনয়। কিংবদন্তি এই চরিত্রকে আত্মস্থ করতে নিজেকে উজাড় করে দিয়েছেন রুক্মিণী। পাঁচ পাঁচটা বছর সহবাস করেছেন এই চরিত্রের সঙ্গে। বলাই যায় সেই কঠোর পরিশ্রমের ফল পেলেন অভিনেত্রী। এবার ‘নটী বিনোদিনী’কে নিয়ে বিশেষ আলোচনাচক্রে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমন্ত্রণ পেলেন রুক্মিণী মৈত্র।
ন্যাশনাল স্কুল অফ ড্রামায় শুধু রুক্মিণীই আমন্ত্রিত পরিচালক রামকমল মুখোপাধ্যায়ও। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমন্ত্রণ পেয়ে আপ্লুত অভিনেত্রী। তিনি বলেন, “যে কোনও অভিনেতার কাছেই ন্যাশনাল স্কুল অফ ড্রামা তীর্থস্থানের থেকে কম নয়। এনএসডি-র ছাত্র হওয়ার স্বপ্ন প্রতিটা অভিনেতাই দেখেন। যেহেতু ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ ছবিটি ভারতের প্রথম মহিলা থিয়েটার সুপারস্টারকে নিয়ে, তাই NSD-র পড়ুয়াদের সঙ্গে এই সফর নিয়ে আলোচনার করার সুযোগ পাওয়া ভীষণই সম্মানের।
আমার পরিচালক, প্রযোজকদের অসংখ্য ধন্যবাদ যে ওঁরা আমার উপর ভরসা রেখেছেন। আমার কাছে বিনোদিনী শুধু একটা সিনেমা নয়, নারী ক্ষমতায়নের জন্য একটা আন্দোলন।” ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে রুক্মিণী অভিনীত ছবি ‘বিনোদিনী’। এখন দেখার মুক্তির পর দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারেন রুক্মিণী।