প্রয়াত হলেন ‘দঙ্গল’ খ্যাত উঠতি অভিনেত্রী সুহানি
Rising actress Suhani of 'Dangal' fame passed away

The Truth Of Bengal : টলিউডের সাথে এবার বলিউডের শোকের ছায়া। মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত হলেন বিখ্যাত কিংবদন্তী অভিনেত্রী সুহানি ভটনাগর। ওষুধের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে তার।
জানা যায়, সুহানি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। দুর্ঘটনার পর সুহানির পা ফ্যাকচার হয়ে যায়। এরপর চিকিৎসকের দেওয়া ওষুধের ফলে অভীনেত্রীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। ধীরে ধীরে পুরো শরীরে ফ্লুইড ছড়িয়ে পড়ে। যার দরুণ ১৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুহানি।
প্রসঙ্গত, অভিনয় শুরুর প্রথম দিকে তিনি একাধিক বিজ্ঞাপনে অভিনয় করলেও খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। এরপর মাত্র ১৪ বছর বয়সে আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। এই সিনেমাতে অভিনয়ের পরেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
FREE ACCESS