জালিয়াতির শিকার অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক, ২৫ লক্ষ টাকা খোয়ালেন দিশার বাবা
Retired police officer falls victim to fraud, Disha's father loses Rs 25 lakh

Truth Of Bengal: জালিয়াতির ফাঁদে এবার খোদ অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। উচ্চপদে চাকরির প্রলোভন দেখিয়ে ফোন গেলো বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিংহ পাটানির কাছে। ২৫ লক্ষ টাকা দিলেই নাকি মিলবে উচ্চপদে চাকরি। নিজের অজান্তেই জালিয়াতির ফাঁদে পা দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক যেখানে জালিয়াতের থেকে রক্ষা পাচ্ছেন না সেখানে সাধারণ মানুষ কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আচমকা জগদ্বীশ সিং পাটানির কাছে একটি উড়ো ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি বলেন, তিনি উত্তরপ্রদেশ সরকারের ঘনিষ্ঠ। কার্যত, অতি সহজেই জগদীশ সিংহ পটানিকে পুরসভার চেয়ারম্যানের চাকরি পাইয়ে দিতে পারেন তিনি। তবে তাঁকে দিতে হবে ২৫ লক্ষ টাকা।
নিজের অজান্তেই প্রতারকের জালে পা দেন অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। দিয়ে দেন ২৫ লক্ষ টাকা। কিন্তু, টাকা হাতে পেয়েই গায়েব হয়ে যায় ওই ব্যক্তি। আসেনা কোনো চাকরির খবর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল সবমহলে।
এ বিষয়ে জগদ্বীশ সিং পাটানি জানান, প্রতারকের হাতে তিনি নগদ ৫ লক্ষ টাকা তুলে দেন এবং ২০ লক্ষ টাকার চেক দেন। সেই চেক ভাঙিয়ে টাকা হাতিয়ে নেয় ওই ব্যক্তি। তারপরেই বেপাত্তা। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও চাকরির ফোন আর আসেনি তাঁর কাছে। এরপরেই বুঝতে পারেন প্রতারণার স্বীকার হয়েছেন তিনি। এরপরেই বেরেলি থানায় সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর বাবা। লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।