সেন্সর বোর্ড থেকে স্বস্তি! নতুন ভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ইমার্জেন্সি’
Relief from the censor board! 'Emergency' may be released in theaters in a new way

Truth Of Bengal: অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললো কঙ্গনা রানাউতের আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’। ছবিটি নিয়ে নানা বিতর্ক হলেও সেই আবহেই সেন্সর বোর্ড ছবিটিকে UA সার্টিফিকেশন দিয়েছে। এখন ‘ইমার্জেন্সি’ শীঘ্রই প্রেক্ষাগৃহে হিট করতে পারে, তবে এর জন্য নির্মাতাদের প্রথমে চলচ্চিত্রে বেশ কিছু দৃশ্য CBFC দ্বারা প্রস্তাবিত কাট এবং পরিবর্তন করতে হবে।
জানা যাচ্ছে, ‘ইমার্জেন্সি’-এর প্রোডাকশন হাউস, CBFC দ্বারা প্রস্তাবিত ১০ টি পরামর্শের মধ্যে ৯ টিতে সম্মত হয়েছিল। সেন্সর বোর্ড ছবিটির একটি দৃশ্যের বেশ কিছু অংশ অপসারণ বা পরিবর্তন করারও দাবি জানিয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে, এই দৃশ্যে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশি শরণার্থীদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে গেছে। এতে দেখা যাচ্ছে একজন সৈন্য একটি শিশুর শিরশ্ছেদ করছে এবং আরেকজন তিন নারীর শিরশ্ছেদ করছে। সিবিএফসি ‘ইমার্জেন্সি’-এর নির্মাতাদের ছবিটির একজন নেতার মৃত্যুর প্রতিক্রিয়ায় ভিড়ের মধ্যে ব্যবহার করা গালিগালাজ ভাষাটি পরিবর্তন করতে বলেছিল।
এছাড়াও বোর্ডছবিটির একটি সংলাপে ব্যবহৃত উপাধিটি পরিবর্তন করারও নির্দেশ দিয়েছিল।কঙ্গনা রানাউত অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিটি ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষমেশ ছবিটি নিয়ে বিতর্কের মাঝেই সেন্সর বোর্ড থেকে সনদ না পাওয়ায়’ইমার্জেন্সি’ ছবিটির মুক্তি পিছিয়ে যায়। এখন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর, নির্মাতারা শীঘ্রই ‘ইমার্জেন্সি’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণা করতে পারেন বলেই আশা করা হচ্ছে।