বিনোদন

অ্যানিম্যাল ছবিতে ববির আগেই রেখা নেচেছিলেন জামাল কুদু’তে! দেখুন সেই ভিডিও

The Trurh Of Bengal: সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিটি বড় পর্দায় বেশ জনপ্রিয়তা পেলেও তার চেয়ে অধিক বেশি জনপ্রিয় হয়েছিল সিনেমায় ববি দেওলের ‘জামাল কুদু’ গানটি কাঁচের গ্লাস নিয়ে ডান্সটি। যার জন্য একপ্রকার নেটিজেনদের কাছে ববি দেওল হয়ে ওঠেন তাঁদের কাছে লর্ড ববি দেওল! তবে সম্প্রতি একদল দাবী করছেন যে, লর্ড ববি নাচের হুক স্টেপ চুরি করেছেন এভারগ্রীন রেখার থেকে। রেখার ফ্যান পেইজ থেকে এদিন একটি পোস্ট শেয়ার করা হয়েছিল যেখানে রেখাকে কাঁচের গ্লাস মাথায় নিয়ে ডান্স করতে দেখা যাচ্ছে।

যদিও অরিজিনাল গানটিকে সরিয়ে ‘জামাল কুদু’ গানটির লিরিক্সে এযেন অবাক কান্ড! রেখার ১৯৮৮ সালের ছবি ‘বিবি হো তো এইসি’ এর একই হুক স্টেপ যেন এত বছর পর ববি দেওল কপি করছেন তাঁর অ্যানিম্যাল খ্যাত এই গানটিতে। যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

ডিসেম্বর মাসের এক তারিখ ছবিটি প্রেক্ষাগৃহ গুলিতে মুক্তি পায়। এককালীন এত জনপ্রিয় হয়ে ওঠা এই গানটির হিন্দি সংস্করণ আসলে একটি ইরানি একটি গান থেকে নিয়ে তুলে ধরা হয়েছিল। তাছাড়া সূত্রের খবর ইরানের বিয়ে বাড়ি গুলিতে এটি বিশেষ জনপ্রিয়। যার অর্থ আসলেই বাংলায় অনুবাদ করলে বোঝায়,”ওহ! কালো চোখের সৌন্দর্য, তোমার নিষ্ঠুরতায় আমার হৃদয় ভেঙ্গে দিও না। ওহ, তুমি আমাকে ছেড়ে নতুন যাত্রা শুরু করছ, আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি। আমার হৃদয়ের সঙ্গে খেলা করো না প্রিয়তম। তুমি আমাকে ছেড়ে ভ্রমণে যাচ্ছ আর আমি মজনুর মত পাগল হয়ে যাচ্ছি।”

Related Articles