বিনোদন

চোখ-মুখ ফুলে লাল উরফির! “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন”- বলছেন অনুরাগীরা 

Red Urfir's eyes and face swelling! "Get well soon" - say fans

The Truth Of Bengal: বরাবর শিরোনামে থাকা উরফি জাভেদ সম্প্রতি নিজের সোস্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেছেন। তবে এদিন তাঁকে তাঁর অনন্য পোশাকের বাহারে নয়, উরফিকে এদিন দেখা গেল সিরিয়াস মেডিক্যাল অবস্থায়। যেখানে শেয়ার করা ছবিটিতে এই ফ্যাশন ইনফ্লুয়েন্সর’কে দেখা যাচ্ছে, তাঁর ছখ-মুখ ফুলে লাল। কিন্তু কেন এই দশা হল উরফি জাভেদের?

ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকদিন ধরেই কান পাতলে শোনা যাচ্ছিল, উরফি নাকি মুখের কিছু ট্রিটমেন্ট করিয়েছেন। এবং এও শোনা যাচ্ছিল যে সম্প্রতি বোটক্স করিয়েছেন অভিনেত্রী। কিন্তু এত বিতর্কের মাঝে এবং গল্পের গরু যখন গাছে ওঠে, ঠিক সেই সময়ই অভিনেত্রী নিজেই এগিয়ে এসে জানান, তাঁর মুখের এহেন দশা হওয়ার পেছনের কারণ। এদিন অভিনেত্রী নিজেই তাঁর মুখের এই অবস্থার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “আমি আমার মুখের অবস্থার বিষয়ে অনেক মন্তব্য শুনতে পাচ্ছি। অনেকেই ভাবছেন আমি মনে হয় মুখে ফিলার করিয়েছি। সেটা মোটেই সত্যি নয়। আমার অ্যালার্জির সমস্যা রয়েছে, আর সেই কারণেই বেশিরভাগ সময় আমার মুখ ফুলে থাকে। দু-একদিন ছাড়া ছাড়াই ঘুম থেকে উঠে দেখি আমার মুখ ফুলে আছে। এজন্যে আমিও চরম অস্বস্তিতে আছি”।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

এদিন উরফি আরও লেখেন ক্যাপশনে এবং বলেন, “এটা ফিলার নয়, এটা অ্যালার্জি। এটার জন্য আমার ইমিউনোথেরাপিও চলছে। তবে এরপর যদি আমার মুখ ফোলা দেখেন, তখন বুঝবেন যে সেই সময় আমি অ্যালার্জি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ১৮ বছর বয়স থেকে আমি যে স্বাভাবিক ফিলার আর বোটক্স করিয়ে আসছি, সেটা ছাড়া আর কিছুই করি না আমি। তাই এবার আমার মুখ ফোলা দেখলে, দয়া করে আর ফিলার না করার পরামর্শ দেবেন না। এইটুকু সহানুভূতিই দেখালেই যথেষ্ট।”  অভিনেত্রীর এহেন পোস্ট দেখা মাত্র তাঁর অনুরাগীরা লেখেন, “আমিও এই একই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি বুঝতে পারছি আপনি কী বলছেন। আপনি ভালো করে নিজের যত্ন নিন”। তাছাড়াও আরও অনেকেই আছেন যারা উরফিকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে বলছেন সঙ্গে বলছেন অভিনেত্রী যাতে আরও বেশি করে নিজের যত্ন নেন।

Related Articles