বিনোদন
Trending

ওটিটিতে আসছে রণবীরের ‘অ্যানিমাল’, ২৬ জানুয়ারি মুক্তি পাবে ছবির ডিজিট্যাল ভার্সান

Ranveer's 'Animal' coming to OTT

The Truth Of Bengal : মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুরের অ্যানিম্যাল। ধামাকাদার অ্যাকশন এবং জামালকুঁদু গানে মজেছে দর্শকরা। অন্যদিকে, বারবার বিতর্কে পড়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিটি। বিতর্কসঙ্গী করেই ছবির মুক্তির দু’মাসের মধ্যে ছবিটি প্রায় ৯০০ কোটি টাকার ব্যবসা করেছে। এবার সেই ছবিটি আসতে চলেছে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু ছবির ডিজিটাল রিলিজের আগে আইনি জটে আটকে গিয়েছিল ছবিটি। অবশেষে সেই জট কাটিয়ে ওটিটিতে মুক্তির অপেক্ষায় অ্যানিমাল।

প্রসঙ্গত, কোনও স্ট্রিমিং বা স্যাটেলাইট প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে ছবির প্রযোজনা সংস্থা টি-সিরিজের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিল এই ছবির অন্যতম এক প্রযোজক সংস্থা। অভিযোগ ছিল চুক্তি লঙ্খন করেছে টি-সিরিজ। কথা ছিল অ্যানিম্যাল থেকে হওয়া ৩৫ শতাংশ লাভ ভাগাভাগি হবে দুই প্রযোজনা সংস্থার মধ্যে। সেই চুক্তি মেনে চলেনি টি-সিরিজ। তবে বিতর্কের জল আদালতে দীর্ঘ স্থায়ী হল না। আদালতের নির্দেশে নিজেদের মধ্যে এই মামলা মিটিয়ে নিল দুই সংস্থা।

আগামি ২৬ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে ওটিটিতে। এবং সিনেমাটি বড়পর্দার চেয়ে অতিরিক্ত ৮মিনিট বেশি দেখা যাবে ডিজিটাল ভার্সানে। এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি একদিকে যেমন নারী-বিদ্বেষী তকমা পেয়েছে, তেমনই লাগামছাড়া হিংসা তুলে ধরার জন্যও কটাক্ষেরও মুখোমুখি হয়েছে।তার উপর গোদের উপর বিষফোড়া হয়ে দেখা দিয়েছিল দুই প্রযোজকদের ঝামেলা। এবার সেইসব বিতর্ক কাটায় হাসি ফুটেছে রণবীর কাপুরের ভক্তদের মুখে।

 

FREE ACCESS

Related Articles