বিনোদন

একসঙ্গে রণবীর-দীপিকা-দুয়া, প্রকাশ্যে আনলেন একরত্তিকে

Ranveer-Deepika-Dua together, brought out Ekratti

Truth Of Bengal: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের একমাত্র কন্যা সন্তান দুয়া। চলতি বছরের ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার ঘর আলো করে জন্ম নিয়েছে একরত্তি। তারপর থেকে ছোট্ট দুয়াকে নিয়েই এখন সব সময় কাটছে নতুন বাবা মায়ের। বলা যায় ছোট্ট দুয়াকে চোখে হারাচ্ছেন রণবীর-দীপিকা। তবে এবার ছোট্ট দুয়াকে সঙ্গে নিয়েই সামনে এলেন দীপিকা-রণবীর। শুধুমাত্র মুম্বইয়ের আলোকচিত্রীদেরই দেখালেন ছোট্ট দুয়ার মুখ। আসলে একরত্তিকে তাদের সামনে আনার জন্যে শর্ত রেখেছিলেন নতুন বাবা মা।

দুয়ার সঙ্গে সাক্ষাৎ হলেও, কোনও ভাবেই তার ছবি তোলা যাবে না। ছবিশিকারিরাও সেই শর্ত মেনে নিয়েছিলেন। আর তার পরেরই রণবীর-দীপিকার একমাত্র মেয়েকে দেখার সুযোগ পেলেন ছবিশিকারিরা। নিশ্চয়ই ভাবছেন কেমন দেখতে হয়েছে দুয়াকে? আলোকচিত্রীরা জানান, মেয়ে দুয়াকে অনেকেটাই দীপিকার মতো দেখতে। মেয়ের নাম থেকে মুখের গড়ন, সবেতেই দীপিকার প্রভাব দুয়ার জীবনে। এ তো শোনা কথা এখন দেখার কবে দুয়াকে সকলের সামনে আনেন রণবীর-দীপিকা।

Related Articles