বিনোদন
Trending

প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রণদীপের, সাভারকরের জীবন কাহিনিতে রণদীপ হুডা,

Randeep Hooda made his directorial debut in Savarkar's Biopic.

The Truth Of Bengal: চলতি বছর মুক্তি পাওয়ার তালিকায় অনেকগুলি ছবি রয়েছে। সেই তালিকায় এই মুহুরতে নাহয় নাই গেলাম। তবে এবারের এক বড় চমক হতে চলেছে একটি বায়োপিক। বলা যায়,বায়োপিকের তালিকায় নতুন সংযোজন স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর। চমক এখানেই শেষ নয়, এই ছবির পরিচালনা করছেন, অভিনেতা রণদীপ হুডা। হ্যাঁ এই প্রথমবার তাঁকে দেখা যাবে একইসঙ্গে অভিনেতা এবং পরিচালকের ভুমিকায়। গত বছর ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল রণদীপের জন্মদিনে। আর এই বছরই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রণদীপ হুডা পরিচালিত প্রথম ছবি ‘স্বতন্ত্র বীর সাভারকর’।

Free Access