বিনোদন

মনে অদ্ভুত তৃপ্তি রনবীরের! নিজের গানের ইন্সট্রুমেন্টালে মুগ্ধ অভিনেতা, দেখুন পুরো ভিডিও

The Truth Of Bengal: রনবীরের ওপর রেগে আছেন মহিলা অনুরাগীরা! এমনটাই শোনা গিয়েছিল পূর্বে। অভিযোগ উঠেছিল অভিনেতার সম্প্রতি করা কাজ গুলো নিয়ে। চলচ্চিত্র জগৎ-এ ‘বরফি’র মতো সিনেমা দেখার পর রনবীর এর প্রেমে পড়েছিলেন বহু অনুরাগীরা। তবে ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখানো ‘মেল টক্সিসিটি’ কোথাও প্রশ্ন করতে বাধ্য করেছিল তাঁদেরকেই। প্রশ্ন উঠেছিল বারবার যে এই চরিত্রে রনবীর’কে চিনতে পারছেন না তাঁরা! কেন এই ধরনের চরিত্রগুলি রনবীর কাজের জন্য বেছে নিচ্ছেন? যদিও আরেক দলের সিনেমাটি পছন্দ হয়েছিল এবং তাঁরা মনে করেন ভালোবাসায় এটাই আসল চরিত্র একজন প্রেমিকের। ছবির নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা’ও এক বিশেষ মিডিয়া কনফারেন্সে কথায় কথায়  বলেছিলেন যে, প্রেমিকাকে মারধর করা ভালোবাসার মধ্যে হতেই পারে এবং তাঁর কথায় এতে সম্পর্ক আরও দৃঢ় হয়, বিশ্বাস জন্মায়।

তবে ‘অ্যানিম্যাল’ এর ছবিতে হারিয়ে যাওয়া রনবীর এর সেই কিউটনেস্ কোথাও আবারও ফিরে এসেছে! তাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাও আবার অ্যানিম্যাল ছবির গানের লিরিক্সেই। যেখানে রনবীর’কে দেখে ফ্লাট হয়েছেন তাঁর অনুরাগীরা। ভিডিও’টিতে সাদা টিশার্ট পরে আছেন অভিনেতা এবং “পেহেলে ভি ম্যায়” গানে বিখ্যাত পিয়ানোবাদক রবিনস আর্টম্যানের বাজানো পিয়ানো’তে মুগ্ধতা ঝরে ঝরে পরছিল অভিনেতার মুখ দিয়ে।

(ছবি ঋণঃ robinsartmanofficial এর ইনস্টাগ্রাম পেইজ)

ভিডিও’তে রনবীরকে তাঁর প্রিয় গানের আস্বাদ নিতে দেখে স্ত্রী আলিয়া সামলাতে পারেননি নিজেকে। মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করে ফেলেন নিমেষে। যা দর্শকদের কিংবা শ্রোতাদের মন ভালো করবার জন্য যথেষ্ট। ভিডিওটি রবিনস আর্টম্যানের নিজস্ব ইনস্টাগ্রাম পেইজ থেকে পোস্ট করা হয়েছিল। আলিয়াকে ভিডিও করে দেওয়ার জন্য ধন্যবাদের সঙ্গে সঙ্গেই এই দিনটি তাঁর কাছে ঠিক কতটা প্রিয় ছিল, লিখে তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

Related Articles