বিনোদন

মুক্তির কিছুদিনের মধ্যেই টিভিতে সম্প্রচার রামচরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’, ক্ষুব্ধ প্রযোজক

Ram Charan-Kiara's 'Game Changer' aired on TV within days of release, producer angry

Truth Of Bengal: দক্ষিণী সুপারস্টার রামচরণ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীর ছবি ‘গেম চেঞ্জার’। চলতি বছরের ১০ জানুয়ারি গোটা দেশজুড়ে মুক্তি পেয়েছে রামচরণ-কিয়ারা অভিনীত এই ছবি। মুক্তির পর থেকে এখনো পর্যন্ত ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘গেম চেঞ্জার’। বলা যায় মুক্তির পর থেকে বেশ ভালই ব্যবসা করছে ছবিটি। কিন্তু ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই এবার একটি স্থানীয় চ্যানেলে সিনেমাটি সম্প্রচারিত করা হয়েছে। যার জেরে বেজায় ক্ষুব্ধ ছবির প্রযোজক শ্রীনিবাস কুমার। পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ারও হুশিয়ারি দিয়েছেন প্রযোজক।

এদিন সোশ্যাল মিডিয়ায়  ‘গেম চেঞ্জার’ ছবির একটি স্ক্রিনশট ভাগ করে নেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে, AP নামের একটি লোকাল চ্যানেলে সিনেমাটি দেখানো হয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, এটি সত্যি মেনে নেওয়া যায় না। একটি চলচ্চিত্র মাত্র ৫ দিন আগে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই স্থানীয় কেবল চ্যানেলে সিনেমাটি প্রচারিত করে দেওয়া হল।

এরপরই গোটা বিষয়টা নজরে আসে ছবির প্রযোজক শ্রীনিবাস কুমারের। স্বাভাবিকভাবেই সিনেমা মুক্তির কিছুদিন বাদেই লোকাল চ্যানেলে এইভাবে সিনেমা দেখানোর অপরাধে সাইবার ক্রাইমের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন প্রযোজক। উল্লেখ্য, ‘গেম চেঞ্জার’ ছবি দিয়ে দ্বিতীয়বার রামচরণের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা। এর আগে ২০১৯ সালে ‘ভিনায়া বিদ্যায়া রামা ‘ ছবিতে প্রথমবার জুটি বেঁধে রাজ করেছিলেন রামচরণ-কিয়ারা।

Related Articles