প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান রাজকুমার-পত্রলেখার
Rajkumar-Patralekha takes holy bath at the Triveni Sangam in Prayagraj

Truth Of Bengal: প্রয়াগরাজের মহাকুম্ভে সামিল হয়েছেন কোটি কোটি মানুষ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে। তবে শুধু দেশ নয় বিদেশ থেকেও পূর্ণার্থীরা ভিড় করেছেন। ইতিমধ্যেই বহু বলিউড তারকাও সেরেছেন পুণ্যস্নান। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা। স্ত্রীকে নিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন রাজকুমার। মহাকুম্ভের চিদানন্দ সরস্বতী মহারাজ ক্যাম্পে থাকছেন তারকা দম্পতি।
View this post on Instagram
রাজকুমার তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পুণ্যস্নানের সেই ছবিও ভাগ করে নিয়েছেন। মহাকুম্ভের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অভিনেতা। রাজকুমার জানান, “এখানকার পরিবেশ সত্যিই দেখার মতো। গত বারও আমি স্ত্রীকে নিয়ে মহাকুম্ভে এসেছিলাম। সেই অভিজ্ঞতা আমার জীবন বদলে দিয়েছিল। ঋষীকেশের স্বামীজির সঙ্গে প্রথম দেখা করেছিলাম। তার পর থেকে বহু বার তাঁর সঙ্গে দেখা হয়েছে। স্বামীজির আশীর্বাদ নিয়েছিলাম। বিরাট বড় করে এই পুণ্য উৎসবের আয়োজন হয়েছে। এই সমারোহের সঙ্গে জড়িত প্রত্যেককে এবং প্রশাসনকে আমার তরফ থেকে শুভেচ্ছা।”
সবমিলিয়ে স্ত্রীকে নিয়ে মহাকুম্ভে সামিল হতে পারে বেশ খুশি অভিনেতা। এর আগে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গিয়ে পুণ্যস্নান করেছেন হেমা মালিনী, অনুপম খের, ভাগ্যশ্রী, মিলিন্দ সোমন, এষা গুপ্ত, রেমো ডিসুজ়া, নীনা গুপ্ত-সহ আরও অনেকে। এছাড়াও পুণ্যস্নান সেরেছেন এ রাজ্যের হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও। সবমিলিয়ে কোটি কোটি ভক্তের সমাগম গমগম করছেন প্রয়াগরাজ।