
The Truth Of Bengalঃ চলতি মাসের প্রথমেই ঘোযিত হয়েছিল যে এবার রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এর আগে রাজের ডান্স বাংলা ডান্সের সেটে বিচারকের সিটে মিঠুনকে দেখা গিয়েছিল এম.জির ভূমিকায়। কিন্তু ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন দুজনে। তাই, ছবির প্রথমদিন শ্যুটিংয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেল পরিচালক রাজ চক্রবর্তীকে।
FREE ACCESS