বিনোদন

রণবীরের ‘রামায়ণ’-এ সুরের দায়িত্বে রহমান, আছেন আরও একজন অস্কারজয়ী

Rahman, another Oscar winner, is in charge of music in Ranveer's 'Ramayan'

The Truth Of Bengal : ফের বড় চমক দিল রণবীর কাপুরের ‘রামায়ণ’। নীতিশ তিওয়ারির হাত ধরে সদ্য শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। তার মধ্যেই এল বড় চমক। বলিউড সূত্রের খবর অনুসারে, নীতিশ-রণবীরের ‘রামায়ণ’-এর জন্য গান বাঁধবেন এআর রহমান। ইতিমধ্যেই অস্কার জয়ী সুরকারের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা হয়ে গিয়েছে পরিচালকের। তাই, এই বিগ বাজেট ছবির সঙ্গীতের দায়িত্ব তাঁর কাঁধেই বর্তেছে তা একপ্রকার নিশ্চিত।

এই সিনেমা যে রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারেও নিঃসন্দেহে একটা মাইল ফলক হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। তবে, রহমান একা নয়, রহমানের সঙ্গে জুটি বাঁধবেন অস্কারজয়ী বিদেশি সুরকার হান্স জিমারও। যিনি কিনা ‘দ্য লায়ন কিং’, ‘ডার্ক নাইট’-সহ একাধিক খ্যাতনামা সিনেমার আবহসঙ্গীতকার হিসেবে কাজ করেছেন। বছর দুয়েক আগে ‘ডুন’ ছবির জন্য অস্কার জিতে নেন। সেই সুরকারের সঙ্গেই যৌথভাবে ‘রামায়ণ’-এর জন্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন এআর রহমান। মাদ্রাজ মোজার্টের ছোঁয়ায় যে নীতিশের রামায়ণ-এর ফ্রেমে ম্যাজিক ফুটে উঠব, তা বলা যেতেই পারে।