
The Truth of Bengal: এই দু’টি নামকরা সংস্থা আগেই গাঁটছড়া বেঁধেছিল। যখন অতিমারীর প্রভাবে বিপর্যস্ত বিনোদন দুনিয়া। ওটিটি প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ যখন ক্রমশ হলবিমুখ করে তুলছিল দর্শককে তখন এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবারে বিনোদন জগতের দুই মহারথী সংস্থা যখন যৌথভাবে বাংলা ছবির বাণিজ্যের তথা পরিবেশনের জন্য উদ্যোগী হতে চলেছে, নিশ্চিতভাবে রুপোলি রেখা দেখা যাচ্ছে।আগামী দিনে ‘পিভিআরআইনক্স পিকচার্স’ দেব-এর ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ দিয়ে শুরু করে আরও একঝাঁক বাংলা ছবি ডিস্ট্রিবিউট করবে।
সাম্প্রতিক কালে এপ্রিল থেকে তারা বাংলা ছবির পরিবেশনা শুরু করেছে। তার মধ্যে ছিল ‘শেষ পাতা’, ‘নীহারিকা’ এবং ‘বিয়ে বিভ্রাট’, যেগুলো তারা ডিস্ট্রিবিউট করেছিল। এই দুই নামী সংস্থা এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই সেতুবন্ধন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে এই গাঁটছড়ার উদযাপন সন্ধ্যায় হাজির ছিলেন টলিউডের বিশিষ্টজনরা। দেব, নিসপাল সিং রানে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, বিরসা দাশগুপ্ত, সোহম চক্রবর্তী, নীলরতন দত্ত, অরিন্দম শীল, ফিরদৌসুল হাসান, শ্যামসুন্দর দে, অতনু রায়চৌধুরি, অভিজিৎ সেন, নবীন চৌখানি, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, ইন্দ্রাশিস আচার্য প্রমুখ টলি-তারকারা এসেছিলেন।
সংস্থার সিওও দীপক শর্মা জানালেন, এই সংযুক্তি ভবিষ্যতে গোটা ইন্ডাস্ট্রিকে সাহায্য করবে, একইসঙ্গে তাদের সংস্থাকে বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে দেবে। তারা সবসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে এবং এই পদক্ষেপ ঠিক দিক নির্দেশ করবে। এদিন উপস্থিত ছিলেন ইম্পার প্রতিনিধিরা এবং বাংলার প্রতিষ্ঠিত এগজিবিটররা-ও। আশা করা যায়, এমন উদ্যোগ বাংলা ছবির বাণিজ্যের ভাটাকে জোয়ারে রূপান্তরিত করবে।