ভাইয়ের বিয়েতে নজরকাড়া লুক প্রিয়াঙ্কার
Priyankas eye-catching look at her brothers wedding

Truth Of Bengal: শুক্রবার সকালে মুম্বাই বিমান বন্দরে অবতরণ করেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে যোগ দিতে এলেন প্রিয়াঙ্কা। সিদ্ধার্থ চোপড়ার বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসছে। আর তাতেই নজর কেড়েছে প্রিয়াঙ্কার লুক।
View this post on Instagram
ভারতের ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠেছেন বলিউডের দেশি গার্ল। ম্যাজেন্টা রঙের শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ। মাথায় বেঁধে ছিলেন খোঁপা, সঙ্গে গ্ল্যাম মেকআপে তাক লাগিয়ে ছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে মা মধু চোপড়াকেও দেখা গিয়েছে। তাঁরা দুজন মিলে ভাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসাবে ছিল বর-কনে সিদ্ধার্থ এবং নীলম ট্যুইনিং। নীল রঙের পোশাক নজর কেড়েছিলেন।
View this post on Instagram
তবে এখনো সঠিকভাবে জানা যায়নি তার ভাইয়ের বিয়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিনা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দারুন ভাবে ভাইরাল হয়েছে । ভিডিওটিতে সিদ্ধার্থ চোপড়া এবং নীলাম উপাধ্যউপাধ্যায়কে বাগদান করতে দেখা গিয়েছে। সেই ভিডিওটিতে প্রিয়াঙ্কাকেও দেখা গিয়েছে। পাশাপাশি শুক্রবার রাতের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, ভাই সিদ্ধার্থের বিয়ে অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে একাই দেখা গিয়েছে, তার সঙ্গে নিক ছিলেন না।