বিনোদন

রহস্য উন্মোচনে একজোট ঋত্বিক-ইন্দ্রনীল পরিচয় খুঁজতে বড়পর্দায় আসছে ‘পরিচয় গুপ্ত’

Prichoy Gupta' is coming to the big screen to find the identity of Ritvik-Indranil in uncovering the mystery

The Truth of Bengal: রহস্য সমাধান নাকি রহস্য সমাধান করতে গিয়ে নিজেই রহস্যের জালে জড়িয়ে যাওয়া। এমনই এক রহস্যময় গল্প নিয়ে আসছে রন রাজের নতুন ছবি ‘পরিচয় গুপ্ত’। আগেই এসেছে ছবির প্রথম ঝলক। আর তারপর থেকেই দর্শকের মধ্যে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল এই ছবি ঘিরে। এবার প্রকাশ্যে এ এই ছবির মুক্তির দিনক্ষণও। ৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক-ইন্দ্রনীল।

তার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন, দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য,রৌনক ভট্টাচার্য। ১৯৫০ সালের প্রেক্ষাপটে এক অন্ধ জমিদার ও তাঁর প্রিয় প্রত্নতাত্ত্বিক বন্ধুর গল্প নিয়েই এই ছবি তৈরি হয়েছে। অন্ধ জমিদারের ভূমিকায় ঋত্বিক ও প্রত্নতাত্ত্বিক বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল। ছবির প্রেক্ষাপট নিয়ে পরিচালক বলেন, পরিচালকের কথায়, “ছবির নামেই পরিষ্কার পরিচয় গোপনের গল্প বলবে এই ছবি।

সমাজের প্রতিটি মানুষের মধ্যে কোনও না কোনও পরিচয় গোপন থাকে। কিন্তু সমাজের চাপে কিংবা পরিবারের চাপে হয়তো সেই গোপন পরিচয় প্রকাশ পায় না। সেই গল্পই বলবে এই ছবি। ছবিতে ঋত্বিক চক্রবর্তীর লুকে রয়েছে বেশ চমক। পাশাপাশি অভিনেতা জয় সেনগুপ্তের চরিত্র লুকেও রয়েছে দারুণ বিশেষত্ব। সব মিলিয়ে টিজারের প্রতিটি ঝলকে রয়েছে থ্রিলারের ছোঁয়া। এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতেই। ছবিটি আগামী ৬ সেপ্টেম্বর পুর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড ও পাণ্ডে মোশন পিকচার্স এর ব্যানারে বড়পর্দায় মুক্তি পাবে।

Related Articles