প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজসাব’, পোস্টার শেয়ার করলেন দক্ষিণী সুপারস্টার..
Prabhas' new film 'The Rajsaab', the southern superstar shared the poster.

The Truth Of Bengal: দক্ষিণী সুপারস্টার প্রভাসের সালার পার্ট ওয়ান সিজন ফায়ার বক্স অফিসে কামাল দেখানোর পর এবার সামনে এল প্রভাসের নতুন ছবির পোস্টার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করলেন সুপারস্টার প্রভাস। নতুন এই ছবির নাম ‘দ্য রাজাসাব’।
গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল প্রভাসের বিগ বাজেটের ছবি সালার পার্ট ওয়ান সিজ ফায়ার। অ্যাকশন ও ড্রামায় ভরপুর এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এমনকি শাহরুখ খানের ডাঙ্কি-কে ছাপিয়ে গিয়ে বিশ্বজুড়ে ৬০০ কোটির আয়ের গণ্ডি ইতিমধ্যেই পার করেছে সালার পার্ট ওয়ান। এর মধ্যেই প্রভাসের নতুন ছবির পোস্টার সামনে এল চলতি সপ্তাহে। প্রভাসের নতুন ছবির নাম দ্য রাজাসাব। কয়েকদিন আগে নিজের সোশ্যাল পেজে ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন প্রভাস।পোস্টারে প্রভাসকে দেখা গেছে কালো শার্ট ও প্রিন্টেড লুঙ্গিতে।
প্রভাসের এই নতুন ছবিটি একদম রোম্যান্টিক হরর ঘরানার । ‘পিপল মিডিয়া ফ্যাক্টরি’র ব্যানারে মুক্তি পাবে ছবিটি। প্যান ইন্ডিয়ায় মুক্তি পেতে চলেছে দ্য রাজাসাব। তামিল, কন্নড়, মালয়লি, তেলুগুর পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই সোশ্যাল দুনিয়ায় ছবির মোশন পোস্টার ভিউয়ের সংখ্যায় প্রায় ৫০লক্ষ ছুঁয়ে ফেলেছে। তাই, এই ছবিটিও যে সালার-এর মতন যে বক্স অফিসে বাজিমাত করবে এখন সেটাই মনে করছে প্রভাসের অগুনতি ভক্তরা।
Free Access