শ্যুটিং ফ্লোরে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় স্টান্টম্যানের
Popular stuntman tragically died in an accident on the shooting floor

The Truth Of Bengal : সমস্ত মুভির ক্ষেত্রে একশন কিংবা থ্রিলার কিংবা কমেডি থাকে। কিন্তু এগুলো টিভিতে দেখতে যতটা সহজ মনে হয় আদতেও কিন্তু বাস্তবে তা মোটেও সহজ নয়। সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া দক্ষিণ ইন্ডাস্ট্রিতে। শ্যুটিং সেটেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হল জনপ্রিয় স্টান্টম্যানের।
The auspicious pooja for #Karthi starrer #Sardar2 took place recently and the shooting of the film is scheduled to start on July 15th 2024 in grand sets in Chennai.@Karthi_Offl @psmithran @Prince_Pictures @lakku76 @venkatavmedia @thisisysr @george_dop @rajeevan69 @dhilipaction… pic.twitter.com/nVraSAbMi4
— Prince Pictures (@Prince_Pictures) July 12, 2024
বুধবার দখিনী ইন্ডাস্ট্রির সুপারস্টার কার্তিকের নতুন সিনেমা ‘সর্দার ২’ এর শুটিং চলছিল। চেন্নাইয়ের শালীগ্রামের এলভি প্রসাদ স্টুডিওতে চলছিল ‘সর্দার ২’ মুভির শুটিং। শ্যুটিং এর সময় অ্যাকশনের একটি দৃশ্য ফ্লোরের মধ্যে শ্যুট চলছিল। সকলে ব্যস্ত ছিলেন শ্যুটিং ফ্লোরে। হঠাৎ কুড়ি ফুট উঁচু থেকে পড়ে চরম পরিণতি হয় ওই জনপ্রিয় দক্ষিনী স্টান্টম্যানের। আগেই ১৫ই জুলাই তামিল সুপারস্টার এই ছবির শ্যুটিং শুরু করেছিলেন। সেখানেই যোগ দিয়েছিলেন স্টান্টম্যান এঝুমমালাই।
অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্টান্টম্যান্ট এর বয়স ছিল ৫৪ বছর। শ্যুটিং চলাকালী ন একটি স্টান্ট করতে গিয়েই কুড়ি ফুট উঁচু থেকে পড়ে গিয়ে মারাত্মক চোট পান অভিনেতা। এরপর শারীরিক অবস্থা ছিল যথেষ্ট উদ্বেগজনক ছিল। তবে অবশেষে আর শেষ রক্ষা হল না। রাত দেড়টা নাগাদ না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা। স্টান্টম্যানের মৃত্যুর পরই ছবির টিম বীরুগামবক্কম থানায় খবর দেয়। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছবির শুটিংও স্থগিত রয়েছে আপাতত। যদিও এখনও পর্যন্ত সিনেমার পরিচালক পিএস মিথারন এবং তামিল সুপারস্টার কার্তি অফিশিয়ালি কোনও বিবৃতি দেননি। তবে টিমের সদস্যের এমন আকস্মিক মৃত্যুকে শোকাহত সকলেই।