বিনোদন

প্রয়াত জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

Popular actor Uttam Mohanty passes away, mourning casts shadow over film industry

Truth of Bengal: প্রয়াত হলেন ওড়িয়া চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম মোহান্তি। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য তাঁকে ভুবনেশ্বর থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হলো না। বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর পুত্র অভিনেতা বাবুশান এই দুঃসংবাদ জানিয়েছেন।

উত্তম মোহান্তি শুধু ওড়িয়া সিনেমাতেই নয়, বাংলা ও অন্যান্য ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। তাঁর স্ত্রী অপরাজিতা মোহান্তিও একজন খ্যাতিমান অভিনেত্রী।

কয়েকদিন আগেই একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন উত্তম মোহান্তি। সেখানেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উত্তম মোহান্তির অভিনয় জীবন শুরু ১৯৭৭ সালে ওড়িয়া সিনেমা ‘অভিমান’ দিয়ে। চার দশকের বেশি সময় ধরে তিনি ওড়িয়া, বাংলা এবং হিন্দি মিলিয়ে ১৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। বাংলা সিনেমায় তাঁর উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রায় ৩০টি বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন। এছাড়া হিন্দি সিনেমা ‘নয়া জাহের’-এও তাঁকে দেখা গেছে।

অভিনয়ের জন্য বহু পুরস্কার পেয়েছেন উত্তম মোহান্তি। ১৯৯৯ সালে জয়দেব পুরস্কার, ২০১২ সালে লিভিং লেজেন্ড অ্যাওয়ার্ড-সহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এছাড়া, ওড়িশা রাজ্যের সেরা অভিনেতার পুরস্কার তিনি একাধিকবার অর্জন করেছেন।

উত্তম মোহান্তির প্রয়াণে ওড়িয়া চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর সহকর্মী, অনুরাগী এবং গুণমুগ্ধরা শোকবার্তা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও শোক প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। তাঁর মৃত্যু ওড়িয়া চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল।