বিনোদন

রোমান্টিক মুডে পূজা-কুণাল! গাঢ় প্রেমে ঈর্ষান্বিত নেটমহল

Pooja Banerjee

The Truth of Bengal: পূজা ব্যানার্জি, একসময় অভিনয়ে তার আত্মপ্রকাশ হলেও ইদানিং তিনি বেশ চর্চিত তার ইনস্টাগ্রাম এর ভিডিও জন্য। তার ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখলে বারবারই সেই নজির দেখা যায়। সম্প্রতি হাবি কুনাল ভার্মার জন্মদিন পার্টিতে বার্থডে বয়ের থেকে বেশি নজর কেড়েছিলেন পূজা। বগি হাডিং কোলামেলা গাউনে হটনেস ছিল ওভারলোডেড। এবার ঝিরিঝিরি বৃষ্টিতে উদল গায়ে বেটারহাফ পূজার সঙ্গে উদ্দাম রোম্যান্সে মত্ত কুনাল। স্ত্রীর হাতে চুমু খেয়ে পুলের ধারে পূজার সরু কোমর ধরে রোম্যান্টিক মুডে রিয়েলের কাপলের ভিডিয়ো আগুন ধরাচ্ছে নেটপাড়ায়।

সরু ফিতের ডিপ নেক বডি হাগিং গাউনে বোল্ড অ্যান্ড বিউটিফুল গ্ল্যামারাস পূজার দিক থেকে যেন চোখ সরছে না নেট নাগরিকদের। বউয়ের মুখের উপর থেকে চুল সরিয়ে দিচ্ছেন কুনাল আর নিজের হাতে হাবিকে খাওয়াচ্ছেন পূজা। নেটপাড়ায় তারকা কাপলের প্রেমে গদগদ মুহূর্ত হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাখমাখ প্রেমের ভিডিয়ো দেখে মন খারাপ পূজার ভক্তদের। আসলে সোশ্যাল মিডিয়ায় পূজার আবির্ভাব মানেই তো চড়চড়িয়ে বাড়বে পারদ।

https://www.instagram.com/reel/CujWQBCIlMs/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

সম্প্রতি কুনালের বার্থডে পার্টিতে খোলামেলা সাদা গাউনে উদ্দাম নাচে নজর কেড়েছিলেন পূজা। রক মিউজিকের তালে কুনালের সঙ্গে পোজ, চিয়ার লিডারের নাচ, কেক কাটা…সব মিলিয়ে হাবির জন্মদিনকে আরও রঙিন করে তুলেছেন পূজা।বিকিনি হোক থেকে খোলামেলা শর্ট ড্রেসে তুফানি ঝড় তোলেন বং বিউটি পূজা বন্দ্যোপাধ্যায়। মুচমুচে খবরের শিরোনামে এভাবেই বারবার জায়গা করে নেন টলিপাড়ার হট অ্যান্ড বোল্ড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। মিউজিকের তালে পূজার বডি মুভসে যেন নেশা জাগে ভক্তদের মনে।

 

 

Related Articles