
The Truth of Bengal: দীপিকা পাড়ুকোনের পর সুখবর দিতে চলেছেন পরিণীতি চোপড়া। গত বছর সেপ্টেম্বর মাসে আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পাঁচ মাস পেরোতেই নাকি অন্তঃসত্ত্বা অভিনেত্রী! সম্প্রতি মুম্বই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই পরিণীতিকে দেখে নেটপাড়ার একাংশের ধারণা, তিনি অন্তঃসত্ত্বা। তাঁর পরনে কালো ম্যাক্সি ড্রেস, উপরে ডেনিম জ্যাকেট, চোখে রোদচশমা। আলোকচিত্রীদের দেখে খানিক এড়িয়ে গেলেন অভিনেত্রী। আর তাতেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর এই অন্তঃসত্ত্বার খবর। যদিও এই বিষয়ে তাঁর কোনও বক্তব্য বা বেবিবাম্পের ছবি প্রকাশ করা হয় নি।
Parineeti Chopra Arrived from the Airport ✨♥️#parineetichopra pic.twitter.com/72Ny8bYTcf
— Viral Bhayani (@viralbhayani77) March 4, 2024