বিনোদন

রুক্মিণীর প্রসংশায় পঞ্চমুখ রূপা গঙ্গোপাধ্যায়, কি বললেন অভিনেত্রীকে?

Panchamukh Rupa Gangopadhyay praises Rukmini, what did she say to the actress?

Truth Of Bengal: টলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে একজন রুক্মিণী মৈত্র। অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বেশ পাকা করে নিয়েছেন রুক্মিণী। জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। এই ছবি দিয়েই তাঁর জনপ্রিয়তা বেড়েছে আরও কয়েকগুণ। ছবিতে রুক্মিণীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সব মহলে।

ছবির জন্যে নিজেকে ভেঙেচুরে নাট্যসম্রাজ্ঞীর চরিত্র আত্মস্থ করেছেন রুক্মিণী। নিজের সবটা উজাড় করে দিয়েছেন অভিনেত্রী। তাঁর সেই কসরতের ফল ও পাচ্ছেন অভিনেত্রী। এবার প্রবীণ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় প্রশংসায় ভরিয়ে দিলেন রুক্মিণীকে।

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

সোমবার ফিল্মফেয়ার পুরস্কারের অনুষ্ঠানে হাজির হ্য়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সেখানেই ক্যামেরার সামনে নেত্রী তথা অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ‘টলিউডে সবথেকে কাকে বেশি গ্ল্যামারাস এবং স্ট়াইলিস্ট বলে মনে হয় আপনার?’ সেই প্রশ্নের উত্তরেই রূপা জানান, “আমার তো মনে হয় রুক্মিণী মৈত্র সবথেকে বেশি গ্ল্যামারাস এবং মানুষ হিসেবেও দারুণ।” অর্থাৎ বলাই যায় প্রবীণ অভিনেত্রীর থেকে বড় সার্টিফিকেট পেলেন রুক্মিণী।

উল্লেখ্য, ইতিমধ্যেই টলিউডে অনেক কাজই করে ফেলেছেন রুক্মিণী। চ্যাম্প, ককপিট,কিশমিশ,পাসওয়ার্ড,কবীর, কিডন্যাপ, বুমেরাং সব একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন। শুধু টলিউডেই সীমাবদ্ধ নন রুক্মিণী ইতিমধ্যেই বলিউড ছবিতেও কাজ করে ফেলেছেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রয়েছেন অভিনেত্রী।

Related Articles