ওটিটির দর্শক মুখ ফেরালো ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবির থেকে, কিন্তু কেন জেনে নিন
OTT audience turned away from 'Ae Watan Mere Watan', but find out why

The Truth Of Bengal : সদ্য মুক্তি পেয়েছে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবিটি। গান্ধীবাদী ঊষা মেহতার জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট। এই ছবিতে ঊষা মেহতার ভূমিকায় অবতীর্ন হয়েছেন সারা আলি খান। ছবিতে প্রথমবার স্বাধীণতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করেছেন সারা। তাঁর এই অভিনয় কেমন লাগল দর্শকের তাই এবার জেনে নিন।
বৃহস্পতিবার থেকে একটি জনপ্রিয় ওটিটিতে স্ট্রিমিং শুরু হয়েছে সারা আলি খান অভিনীত অ্যায় ওয়াতান মেরা ওয়াতান। বলিউড গ্ল্যাম ডিভা সারা আলি খানকে এই প্রথমবার দেখা গেল একটি অফবিট চরিত্রে। ভারতীয় স্বাধীণতা যুদ্ধের এর অচেনা চরিত্র ঊষা মেহতার উপর নির্মিত এই ছবিতে লিড রোলে দেখা গেল তাঁকে। ছবির গল্প অনুসারে, ছোটবেলা থেকে ঊষার একটাই স্বপ্ন, ভারতকে সে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়। কিন্তু ৯ বছরের বালিকা, কীই বা করতে পারে? কিন্তু বড় হয়ে সে এক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে। মহাত্মা গাঁধীর সঙ্গে তার পরিচয় হয়। তিনি ব্রহ্মচর্য গ্রহণ করেন কিন্তু যখন কংগ্রেস নেতাদের গ্রেফতার করা শুরু হয়, তখন ঊষার বন্ধুরাও তার সঙ্গ ছেড়ে চলে যায়। সেই সময় বন্ধু ফাহাদ অর্থাৎ স্পর্শ শ্রীবাস্তবের সঙ্গে তিনি কংগ্রেস রেডিও শুরু করেন। এরপরেই আন্দোলনের সূত্রপাত ঘটে, এবং ইংরেজরা ঊষাকে খুঁজতে শুরু করে। এরপর ঊষার জীবনে কী হয়, তা জানতে দেখতেই হবে এই ছবিটি।
ছবিটি প্রথম দিকে বেশ ধীর গতিতে চলে। মূল বক্তব্যে পৌঁছতে বেশ সময় নেয় যা দর্শককে বিরক্তির সৃষ্টি করে। যখন থেকে বেতার গল্প শুরু হয়, তখন থেকে সিনেমাটির প্রতি আকর্ষণ বাড়ে। উষা ও তাঁর ভূগর্ভস্থ বেতারবার্তা জানার আগ্রহ তৈরি হয়। মূল গল্পটি অত্যন্ত আকর্ষণীয় হলেও ছবির সঙ্গে ঠিক খাপ খায় না বেমানান চিত্রনাট্যের জন্য। গল্পের মতো আকর্ষণীয় অভিনয় নয়, ফলে মন ছুঁয়ে যেতে পারে না। ভারতীয় স্বাধীণতা সংগ্রামের ইতিহাসের পাতায় চলে যাওয়া বা হারিয়ে যাওয়া চরিত্রে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন সারা আলি খান। তাসত্ত্বেও তাঁকে মনে ধরে নি ওটিটির দর্শকদের। এর জন্য তাঁকে সমাজমাধ্যমে ট্রোলড হতে হয়। মোদ্দা কথা, ঊষা মেহতার কথা জানার জন্য এই ছবি দেখা যেতে পারে। অভিনয়ের জন্য নয়। ফলে ভাল গল্প নিয়েও হতাশ করল সারার এই বায়োপিক ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’।