বিনোদন

জমজমাট ও অভাগীর প্রিমিয়ার, কারা এলেন প্রিমিয়ারে?

O Obhagi premier

The Truth of Bengal: শুক্রবার মুক্তি পেল ও অভাগী। বড়পর্দায় কথাসাহিত্যিক শরতচন্দ্রের ছোটগল্প অভাগীর স্বর্গকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিনেমাহলে বসেছিল চাঁদের হাট। সেই প্রিমিয়ারে ছবির তারকাদের সঙ্গে ছবি দেখতে হাজির হয়েছিলেন টলিউডের সেলিব্রেটিরা। এই স্টারস্টাডেড প্রিমিয়ারের কয়েক ঝলক ধরা পড়ল বাংলাজাগোর ক্যামেরায়।

শরতচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অভাগীর স্বর্গ অবলম্বনে নতুন ছবি ও অভাগী। এই ছবির হাত ধরে টলিউডে অভিষেক হল বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলার। ‘ও অভাগী’ ছবিতে নতুন রূপে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রীকে। বৃহস্পতিবার ছবির প্রিমিয়ারে বেটার হাফ সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা মিলল তাঁর। এই ছবিতে নিজেকে উজার করে দিয়েছেন তিনি। তাই অনস্ক্রিনে মিথিলাকে নয় অভাগীকেই দেখতে পারবে দর্শক বলে জানালেন অভিনেত্রী।

মিথিলার সঙ্গে এই ছবিতে রয়েছেন আর.জে সায়ন। ছবির প্রিমিয়ারে কো-স্টার মিথিলার প্রশংসায় পঞ্চমুখ রসিক ওরফে সায়ন। এই ছবির গানগুলো ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে ছবির টাইটেল ট্র্যাক ইতিমধ্যেই সারেগামার চার্টবাস্টারে স্থান করে নিয়েছে। তাই, এদিন ছবির প্রিমিয়ারে ছবির গানগুলির সুখ্যাতি করলেন অভিনেতা সুব্রত দত্ত।

ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেতা রানা মিত্র ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের স্ত্রীর ছবি দেখতে এসে কী বললেন সৃজিত ? ছবির প্রিমিয়ারে কেক কেটে আনন্দ-উত্সবে মাতলেন সকলে। স্বর্ণযুগের বাংলা ছবির মূল বিষয় ছিল সাহিত্যিকদের গল্প। ছবির প্রিমিয়ারেও ছবির গল্পকেই এগিয়ে রাখলেন সকলে। এবার সেই চেনা ছন্দে বক্স অফিসে বাজিমাত করতে পারে কিনা অনির্বানের ও অভাগী সেটার জবাব দেবে সময়ই।

Related Articles