বিনোদন

দাবানলের কবলে নোরা, উদ্বিগ্ন অনুরাগীরা

Nora caught in the wildfire, fans worried

Truth Of Bengal: বিধ্বংসী দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস। ইতিমধ্যেই আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে একাধিক বাড়ি এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। হলিউডের বহু তারকার বাস এই এলাকাতেই। পুড়ে গিয়েছে বহু হলি তারকার বিলাসবহুল বাড়ি।

আর এই বিধ্বংসী দাবানলের কবলে পড়লেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিও। এই দাবানলের সময় লস অ্যাঞ্জেলেসে ছিলেন নোরা ও তার সহযোগী দলের কর্মীরা। ইতিমধ্যেই তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে প্রশাসনের তরফে।

 

সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। নোরা বলেন, “আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।”

নোরা আরও বলেন তিনি লিখেছেন, “আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।” নোরা তার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর থেকেই নোরাকে নিয়ে উদ্বিগ্ন তার অনুরাগীরা। অভিনেত্রীকে দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছেন অনুরাগীরা।

Related Articles