
The Truth Of Bengal: কোচি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভয়াবহ দুর্ঘটনা। প্রখ্যাত গায়িকা নিকিতা গান্ধীর কনসার্ট চলাকালীন এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় চারজন ছাত্র-ছাত্রীর। ঘটনায় সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ নিকিতার ।আবারও একবার বলিউড সংগীত শিল্পীর কনসার্টে বিশৃঙ্খলা। কোচি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওপেন এয়ার অডিটোরিয়ামে কনসার্ট চলছিল নিকিতা গান্ধীর। রিপোর্ট অনুযায়ী যাদের কাছে পাস ছিল অনুষ্ঠানের শুধুমাত্র তাদের প্রবেশাধিকার ছিল।
কিন্তু হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে। বাইরে অপেক্ষারত সকলে অডিটোরিয়ামে ঢুকে পড়েন। ফলে প্রচন্ড ভিড় জমে শো চলাকালীন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতির এতটাই বেসামাল হয়ে পড়ে যে হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় চারজন ছাত্র-ছাত্রীর। আহত আরও হন ৫৫ জন । তড়িঘড়ি তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানো হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন কোচির কলামাসেরি মেডিকেল কলেজে দুই ছাত্র এবং দুই ছাত্রীকে মৃত অবস্থায় আনা হয়েছে।
নিজের কনসার্টে এমন ভয়ংকর দুর্ঘটনায় ভেঙে পড়েছেন গায়িকা নিকিতা গান্ধী। নিজের অনুভূতির কথা শিল্পী তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙ্গে গিয়েছে, আজ সন্ধ্যেয় কোচির ঘটনায় আমি ভেঙে পড়েছি। ওই কনসার্ট থেকে আমি চলে যাওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটে গেল। এই কষ্টটা প্রকাশ করার জন্য আমার কাছে সত্যিই কোন ভাষা নেই। ওই ছাত্রছাত্রীদের পরিবারের জন্য আমার সমবেদনা’।
এর আগে কলকাতায় কনসার্ট করতে এসে অকালে প্রাণ হারান বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী কে.কে.। আর এবার সেই কনসার্ট চলাকালীন মাত্রাতিরিক্ত ভিড়ে আটকে পড়ে বলিউডের আর এক শিল্পী নিকিতা। তিনি প্রাণে বেঁচে গেলেও এখনও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেরোতে পারেন নি। তাই, কলকাতার পর আবার প্রায় একইরকম ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উদ্যোক্তা থেকে প্রশাসনের গাফিলতি তা আর বলার অপেক্ষা রাখে না।