বিনোদন

নববর্ষে নতুন সূচনা, বড় ঘোষণা করলে যীশু-সৌরভ

New Year's Eve: New Year's Eve, Big Announcement

Truth of Bengal: যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। টলিউডে তাদের বন্ধুত্বর কথা সবার জানা। এবার সেই বন্ধুত্ব আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন যীশু-সৌরভ। নতুন পথচলা শুরু করলেন দুজনে। নববর্ষের সকালে সুখবর ভাগ করে নিলেন যীশু-সৌরভ। এবার যিশু আর সৌরভ  টলিপাড়ার দুই বন্ধু মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করলেন। নাম রেখেছেন ‘হোয়াই সো সিরিয়াস’। জানা গিয়েছে, শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও।

নববর্ষের সকালে যীশু তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে নিজেদের প্রযোজনা সংস্থার ঘোষণা করেন। বিগত কিছু দিন ধরে ‘হোয়াই সো সিরিয়াস’ ক্যাপশন দিয়ে ভিডিও পোস্ট করছিলেন। সেই ভিডিওতে , যীশু থাকে সৌরভ দুজনকে সিরিয়াস মুডে দেখা যায়। অন্য ভিডিওতে  মহেশ ভাটের উপস্থিতি চমকে দিয়েছে সকলকে। তবে মঙ্গলবার একটি ছবি পোস্ট করেই নিজেদের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’ এর ঘোষণা করেন তাঁরা।

তবে এই প্রযোজনা সংস্থার মেন্টরের ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান পরিচালক? সেটা অবশ্য জানা যায়নি। তবে নতুন বছরে এই সুখবর ভাগ করে নেওয়ার পর তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টলিউড তারকা থেকে শুরু করে তাদের অনুরাগীরা। জানা গিয়েছে, খুব শীঘ্রই নিজেদের প্রযোজনায় প্রথম বাংলা ছবির ঘোষণা করবেন প্রযোজক যিশু ও সৌরভ। সবমিলিয়ে নতুন বছরে অনুরাগীদের জন্যে বড় উপহার দিলেন যীশু-সৌরভ।

Related Articles