বিনোদন
Trending
নেপোটিজম নিয়ে নতুন ওয়েব সিরিজ, নেপথ্যে প্রযোজক করণ জোহার…
New web series on nepotism, producer Karan Johar behind the scenes.

The Truth Of Bengal: করণ জোহর নাম টা শুনলেই যেন প্রথমেই আসে একটা শব্দ। যা নেপোটিজম হয়ে এখন ঘুরে বেড়ায় সকলের মুখে। সুশান্ত সিং-এর মৃত্যুর পরেও নেপোটিজম নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন করণ জোহর। এবার সেই নেপোটিজম নিয়েই নতুন ওয়েব সিরিজ করণ জোহরের। প্রকাশ পেয়েছে টিজার।
এই সিরিজে মূল চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। থাকছেন নাসিরউদ্দিন শাহ, মৌনি রায়ের মতো তারকারাও। প্রকাশিত টিজারে দেখা গেছে ‘বলিউডের বাদশা’ ইমরান হাশমি। তাকে বলতে শোনা যায়, ‘পরিশেষে, প্রত্যেক বহিরাগতই অভ্যন্তরীণ হতে চায়, নেপোটিজম থাকা সত্ত্বেও।’
Free Access