বিনোদন
Trending

বাংলা ছবিতে এবার নতুন চমক, সনু নিগমের গলায় আসছে হিন্দি গান ‘O Bairiya’

New surprise in Bengali film, Hindi song 'O Bairiya' is coming in the voice of Sonu Nigam.

The Truth Of Bengal: কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল সাইন্স ফিকশন কমেডি ‘বুমেরাং’ এর ট্রেলার আর তার প্রথম গান ‘অদ্বিতীয়’। আর এবার এল এই ছবির দ্বিতীয় গান ও ব্যারিয়া। সনু নিগমের কন্ঠে শোনা গেল ছবির এই নতুন গান। যেখানে গানের শুরুতেই দেখা যাচ্ছে দুজনের মধ্যে একটা বিরহ আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে।

আর সেটার কারনেই কষ্ট পাচ্ছেন দুজনেই। একদিকে তার রোবট অন্যদিকে তার আসল বউ। একই সাথে আবার রুক্মিনীর বিয়ে ঠিক হবে অন্য কোথাও। মূলত এই নিয়েই দ্বিতীয় গান ও ব্যারিয়া। তবে এই গানের ক্ষেত্রে চমক হল যে বাংলা সিনেমা হলেও গানটি কিন্তু হিন্দিতে।

প্রসঙ্গত, টলিউডের  অভিনেতা জিৎ এর সঙ্গে রুক্মিণীকে অভিনয় করতে দেখা যাবে এই প্রথমবারের জন্য। সঙ্গে এই প্রথম জিৎ অভিনীত কোনও রোবো কমেডি দেখতে চলেছেন দর্শকেরা। ইতিমধ্যে এই নতুন গান দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এবার শুধু এটাই দেখার যে জিৎ আর রুক্মিনীর নতুন জুটিতে সাইন্স ফিকশন কমিডি কতটা দর্শকের মনে ধরে।

Related Articles