সুস্থ হতেই দুঃসময়ের ‘সঙ্গী’ অটো চালককে বুকে জড়ালেন ‘নবাব’
'Nawab' hugs auto driver, 'companion' in difficult times, as soon as he recovers

Truth Of Bengal: বলিউড অভিনেতা সইফ আলি খান গত ১৬ জানুয়ারি ভয়ানক দুষ্কৃতী হামলার শিকার হন। ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় সইফকে। তারপরই তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। এখন সইফ সুস্থ। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর বাড়ি ও ফিরেছেন অভিনেতা।
হামলার রাতে অটোতে করেই সইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাই সুস্থ হতেই ধন্যবাদ জানাতে ভুললেন না সেই ভয়ানক রাতে দুঃসময়ের সঙ্গীকে। মঙ্গলবার বাড়ি ফেরবার আগে হাসপাতালে অটো চালক ভজন সিং রানার সঙ্গে দেখা করেন বলিউড অভিনেতা। সইফ জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানান তাকে। পাশাপাশি ছেলের প্রাণ বাঁচানোর জন্যে অটো চালককে আশীর্বাদ করলেন শর্মিলা ঠাকুরও।
এদিন সোশ্যাল মিডিয়ায় সইফের সঙ্গে অটো চালক ভজন সিং রানার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ভজন সিংয়ের কাঁধে হাত দিয়ে আছেন সইফ কখনও বা আবার কেবিনেই অটোচালকের সঙ্গে হাসিমুখে আড্ডায় দেখা গেল অভিনেতাকে। বলিউড সূত্রে আরও খবর, সইফের তরফে এখনও কোনওরকম পুরস্কার না পেলেও এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই অটোচালককে ১১ হাজার টাকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি প্রাণঘাতী হামলা হয় বলিউড অভিনেতার উপর। ৬ বার ছুরি দিয়ে কোপানো হয় সইফকে। অভিনেতার বাড়িতে একাধিক বিলাসবহুল গাড়ি থাকলেও ঘটনার রাতে অটোতে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে অটো চালক ভজন সিং রানা বলেছেন, ‘আমি রাতে গাড়ি চালাই। রাত ২-৩টে নাগাদ দেখি এক মহিলা অটো ভাড়া করার চেষ্টা করছেন, কিন্তু কেউ থামেননি।
গেটের ভেতর থেকে রিকশার ডাকও শুনতে পেলাম। আমি একটা ইউ-টার্ন নিয়ে গেটের কাছে আমার গাড়ি থামালাম। রক্তাক্ত এক ব্যক্তি বেরিয়ে এলেন, সঙ্গে আরও ২-৪ জন। তাঁরা তাকে অটোতে তুলে লীলাবতী হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদের ওখানে নামিয়ে পরে জানতে পারি উনি সাইফ আলি খান। আমি তার ঘাড় ও পিঠ থেকে রক্তক্ষরণ হতে দেখেছি।’ অটো চালক জানিয়েছিলেন, সইফ ওইদিন ভাড়া দেওয়ার অবস্থায় ছিলেন না, এবং তিনি কোনও টাকও নেননি। সবমিলিয়ে দুঃসময়ে অটো চালক ভজন সিং রানা যেভাবে সইফকে দায়িত্ব নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তা প্রশংসনীয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সেই কৃতজ্ঞতায় জ্ঞাপন করলেন বলিউড অভিনেতা।