নিজের প্রাক্তন প্রেমিক ও বান্ধবীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার নার্গিস ফাকরির বোন
Nargis Fakhri's sister arrested for burning her ex-boyfriend and girlfriend to death

Truth Of Bengal: প্রাক্তন প্রেমিকা ও তার সঙ্গিনী কে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল জনপ্রিয় সিনেমা রকস্টারের অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরির বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থাতেই প্রাক্তন প্রেমিক ও তার প্রেমিকা কে পুড়িয়ে মারার চেষ্টা করে আলিয়া। এমনটাই দাবি করেছে কুইন্স প্রদেশের পুলিশ। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডয়ার্ড জ্যাকবস। আর তার সঙ্গীর নাম অ্যানাসতাসিয়া। দু জনকেই ঘুমের মধ্যে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে আলিয়ার বিরুদ্ধে। অপরাধ প্রমাণ হলে তাঁকে যাবজ্জীবন সাজা পেতে হবে এমনটাই জানা গিয়েছে।
আসলে একটা সময় এডয়ার্ড ও আলিয়ার প্রেমের সম্পর্ক ছিল। তারপর বিচ্ছেদের পর এডয়ার্ড তার নতুন প্রেমিকা অ্যানাসতাসিয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। আর সেটাই মন থেকে মেনে নিতে পারেনি আলিয়া। এডয়ার্ড এর সঙ্গে আলিয়া আবার নতুন করে সম্পর্কে জড়াতে চেয়েছিলেন। তবে এডয়ার্ড রাজি হয়নি সেই প্রস্তাবে। তিনি স্পষ্ট আলিয়াকে জানিয়ে দিয়েছিলেন তিনি তার সঙ্গে পুনরায় আর পুরনো সম্পর্কে ফিরতে চান না। আর এই প্রত্যাক্ষান মেনে নিতে পারেনি আলিয়া। তিনি রীতিমত হুমকি দিয়ে এডয়ার্ড কে বলেন তার হাতেই তাঁকে মরতে হবে।
ঘটনার দিন আলিয়া এডয়ার্ড এর বাড়ির নিচে এসে তার গ্যারেজে প্রথম আগুন ধরায়। আগুন ধরানর পর আনন্দে চিৎকার করতে থাকে। এবং এডয়ার্ড এর উদ্দেশ্যে মুখে বলতে থাকেন আজ এডয়ার্ডকে মরতে হবে। সেই সময় এডয়ার্ড তার নিজের বাড়িতে তার সঙ্গীর সঙ্গে নিজের রুমে ঘুমচ্ছিলেন। দুজনেই সেই আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে আলিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ কোর্টে থেকে জানানো হয়েছে দোষী সাবস্ত্য হওয়ার পর আলিয়াকে ৩৫ বছরের জেলের সাজা খাটতে হবে।