বিনোদন

জীবনের মঞ্চ ছাড়লেন ‘তালবাদ্যের তানসেন’ সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি, মত সঙ্গীতজ্ঞদের

Musicians say 'Tansen of percussion' leaves stage of life, irreparable loss to the music world

Truth Of Bengal: সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তবলার জাদুকর। যিনি, তবলার নিজস্ব অস্তিত্ব জানিয়েছিলেন। জীবনের মঞ্চ ছাড়লেন ‘তালবাদ্যের তানসেন’ জাকির হুসেন।তাঁর প্রয়ানের সঙ্গেই স্তব্ধ হল তবলায় জাদুর স্পর্শ। তাঁর মৃত্যু সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি বলে মত সঙ্গীতজ্ঞদের।

প্রয়াত হলেন তবলার জাদুকর উস্তাদ জাকির হুসেন। স্তব্ধ হল তবলায় জাদুর স্পর্শ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ। রবিবারই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা যায়, শিল্পীর অবস্থার অবনতি হওয়ার কারণ হৃদযন্ত্রের সমস্যা। তাঁর পরিবারের তরফ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানানো হলেও, শেষ রক্ষা হয়নি। ৭৩ বছর বয়সেই পরলোকগমন করলেন জাকির হুসেন। তাঁর মৃত্যুর খবর রবিবার মধ্যরাতেই তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়।

এই শীতের মরশুমেই কলকাতায় একটি অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল তাঁর। তবে তাঁর শারিরীক অসুস্থতার জন্য বাতিল হয় সেই অনুষ্ঠান। জাকির হুসেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, উস্তাদ জাকির হুসেনের প্রয়ানে গভীরভাবে মর্মাহত। তাঁর মৃত্যু দেশের এবং তার লক্ষ লক্ষ ভক্তদের জন্য অপূণীয় ক্ষতি। জাকির হুসেনের পরিবার ও  আত্মীয়দের প্রতি সমবেদনাও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জাকির হুসেনের সম্মান প্রাপ্তির ঝুলিতে রয়েছে, ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। মাত্র তিন বছর বয়স থেকেই তবলার সফর শুরু হয় তাঁর। মাত্র সাত বছর বয়স থেকেই মঞ্চে একক অনুষ্ঠান করেন তিনি। তাঁর হাত ধরেই প্রথমবারের জন্য ভারতে গ্র্যামি আসে। রবিশঙ্কর থেকে শুরু করে আলি আকবর, শিবকুমার, হরিপ্রসাদ, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রথম সারির শিল্পীর সঙ্গে অনুষ্ঠান করেছেন তিনি। সঙ্গীত জগৎকে জাকির হুসেন দিয়েছেন তাঁর অনবদ্য সৃষ্টির মাধ্যমে একধিক উপহার। তবে সবকিছুকে ছাপিয়ে যায় তবলাকে বিশ্বজনীন করার প্রয়াস। বারবারই তাঁর সৃষ্টি প্রমান করেছে জাকির হুসেনই তবলার রাজা।