বিনোদন

দীর্ঘ ১১ বছর পর বলিউডে কামব্যাক করিশ্মার ‘মার্ডার মোবারক’ করিশ্মার কামব্যাক

Murder Mubarak trailer

The Truth of Bengal: মার্ডার মোবারক ছবির মধ্যে দিয়ে দীর্ঘ ১১ বছর বাদে বলিউডে কামব্যাক করছেন করিশ্মা কাপুর। এই সাসপেন্স থ্রিলারে করিশ্মার সঙ্গে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, সারা আলি খান, সঞ্জয় কাপুর, ডিম্পল কাপাডিয়া, টিসকা চোপড়া এবং বিজয় বর্মার মত একগুচ্ছ অভিনেতারা। সোমবার সামনে এল এই থ্রিলারের মুক্তির দিন। আগামি ১৫ মার্চ একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে মার্ডার মোবারক।

 

Related Articles