দেশবিনোদন

ফাঁকা বাড়িতে ইলেকট্রিক বিল ১ লাখ, ক্ষোভ উগরে কংগ্রেস সরকারকে কটাক্ষ সাংসদ কঙ্গনার

MP Kangana Ranaut slams Congress government for charging Rs 1 lakh for electricity in empty house

Truth Of Bengal: তিনি বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত। অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন কঙ্গনা। লড়াই করে বানিয়েছেন নিজের জায়গা। তবে নিজেকে অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি কঙ্গনা। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে সদ্য পা রেখেছেন তিনি।

মাণ্ডির সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর আরও বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন কঙ্গনা রানাউত। বরাবরই কঙ্গনা প্রতিবাদ মুখর, অন্যায় মেনে নেন না। যে কারণে এখনো পর্যন্ত বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। আর এবার ফের একবার অন্যায়ের বিরুদ্ধে সরব অভিনেত্রী সাংসদ। বাড়ির ১ লক্ষ ইলেকট্রিক বিল নিয়ে হিমাচলের কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে কঙ্গনা। ‘নেকড়ে’ বলেও কটাক্ষ করেন।

কঙ্গনার মন্তব্য, “এই মাসে আমার মানালির বাড়িতে ১ লক্ষ টাকা ইলেকট্রিক বিল এসেছে। যেখানে আমি থাকিও না। কতটা দুর্দশা দেখুন। আমি এগুলো পড়ি আর লজ্জা পাই এটা ভেবে যে কী চলছে হিমাচলে। কিন্তু আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যে ভাইবোনেরা মাঠে খেটে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের থেকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।” স্বাভাবিকভাবেই হিমাচলের কংগ্রেস সরকারের এহেন কার্যকলাপে সাংসদ অভিনেত্রী যে রুষ্ট তা স্পষ্ট তাঁর কথায়।

Related Articles